Advertisment

Kolkata Leather Complex Accident: সুপ্রিম নির্দেশকে উপেক্ষা! ম্যানহোল পরিষ্কারে নেমে মৃত KMDA-এর তিন শ্রমিক, তুমুল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স থানা এলাকায়

3 labour died in Kolkata Leather Complex area: কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারো মৃত্যু। ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
3 labour died in Kolkata Leather Complex complex area while cleaning Manhole

ম্যানহোল বা নিকাশি নালায় মানুষ নামিয়ে পরিষ্কারের ব্যবস্থাকে ২০১৩ সালে নিষিদ্ধ করে দিয়েছিল সুপ্রিমকোর্ট। Photograph: (ফাইল ছবি)

3 labour died in Kolkata Leather Complex Area: কলকাতা লেদার কমপ্লেক্স এ আবারো মৃত্যু। ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । শ্বাসরোধ হয়েই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।  মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। 

Advertisment

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তলিয়ে মৃত্যু তিন শ্রমিকের। লেদার কমপ্লেক্স থানা এলাকায় তুমুল চাঞ্চল্য। সুপ্রিম নির্দেশের পর কীভাবে রাসায়নিক পরিষ্কারে নামানো হল শ্রমিকদের? উঠছে প্রশ্ন। 

লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তলিয়ে তিন শ্রমিকের মৃত্যু। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মূলত লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষ কোনো রকম কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত জল পরিশোধনের কাজ করিনি বলেই আজকের এই মৃত্যু বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকদের একটা বড় অংশ। 

সুপ্রিম নির্দেশের পর কীভাবে ১০ ফুট গভীরে ম্যানহোলে নামালো হল শ্রমিককে, উঠছে প্রশ্ন। ইতিমধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিন শ্রমিককে। উচ্ছিষ্ট চামড়া বজ্রের গন্ধে শ্বাসকষ্টে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। তিনটি দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সকল নিয়ম মেনে তারা কী ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন উঠছে প্রশ্ন। 

Advertisment
kolkata KMDA KMC
Advertisment