Advertisment

কনভয়ে হামলায় ফুঁসছেন অভিষেক, চরম তৎপর পুলিশ, আটক ৪, খুনের চেষ্টার অভিযোগে মামলা

অভিষেকের কড়া বার্তার মধ্যেই চরম তৎপরতা পুলিশেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc occupied falta Panchayat Samiti and Gram Panchayats

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কড়া বার্তার মধ্যেই চরম তৎপরতা পুলিশেরও। শুক্রবার সন্ধেয় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়ে হামলার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। অভিষেকের সেই হুঁশিয়ারির ১২ ঘণ্টার মধ্যেই হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। জানা গিয়েছে, খুনের চেষ্টার অভিযোগেও দায়ের করা হয়েছে মামলা।

Advertisment

শুক্রবার ভরসন্ধেয় পশ্চিম মেদিনীপুরের গড় শালবনিতে কুড়মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়, এমনই অভিযোগ। অভিষেকের কনভয়ের গাড়িতে এলোপাথাড়ি লাঠিপেটা এমনকী ‘চোর চোর’ স্লোগান ওঠে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে রাজ্যের মন্ত্রী তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভেঙে যায়। সব মিলিয়ে ভরসন্ধেয় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শালবনিতে।

আরও পড়ুন- শালবনিতে কনভয়ে হামলায় অভিষেকের নিশানায় কারা? কী বললেন কুড়মিদের শীর্ষ নেতা?

সেই ঘটনার পরেই রাতে লোধাশুলির সভায় গিয়ে তাঁর কনভয়ে হামলা নিয়ে মুখ খোলেন অভিষেক। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''এর পিছনে কারা রয়েছে আমরা সব জানি। আন্দোলন শান্তিপূর্ণ হয়, গুণ্ডামি হয় না। এর পিছনে কারা আছেন আমরা খুঁজে বের করব। বীরবাহার গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। যারা হামলা করেছে আমি সবাইকে চিহ্নিত করেছি। চার-পাঁচশো লোক ইট পাটকেল মারবে আর ভাববে যা ইচ্ছে করব প্রশাসন ব্যবস্থা নেবে না?''

আরও পড়ুন- এগরায় মুখ্যমন্ত্রী! বিস্ফোরণে নিহতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক ও চাকরি

অভিষেকের এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ। জানা গিয়েছে, মন্ত্রী তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা নিজেও পুলিশে অভিযোগ করেছেন। উল্লেখ্য, শুক্রবারের এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগে নবান্নও। গোটা ঘটনা সম্পর্কে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। সেই রিপোর্ট ইতিমধ্যেই নাকি জমা পড়েছে নবান্নে।

আরও পড়ুন- ‘উনি ফাঁসির মঞ্চে যাবেন বলেছেন, রক্ষাকবচের দরকার নেই’, অভিষেককে বিঁধলেন সুকান্ত

tmc abhishek banerjee West Bengal kurmi Andolon
Advertisment