Howrah Accident: কলকাতার কাছেই ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজে উল্টে গেল গাড়ি, সটান নিচে পড়ে মৃত ৪

Howrah Accident: মালবাহী ওই গাড়িটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই উল্টে গিয়েছিল। তাতেই গাড়ির মাথায় বসে থাকা যাত্রীরা হুড়মুড়িয়ে নীচে পড়ে যান।

Howrah Accident: মালবাহী ওই গাড়িটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই উল্টে গিয়েছিল। তাতেই গাড়ির মাথায় বসে থাকা যাত্রীরা হুড়মুড়িয়ে নীচে পড়ে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
4 killed in accident on Nivedita Bridge in Howrah

Nivedita Bridge: নিবেদিতা সেতু।

4 killed in accident on Nivedita Bridge in Howrah: শুক্রবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজন। এদিন ভোররাতে বালির নিবেদিতা সেতুতে মালবাহী একটি গাড়ির টায়ার ফেটে যায়। এরপরেই গাড়িটি উল্টে যায়। ওই গাড়িরই মাথায় বসছিলেন ৬ শ্রমিক। গাড়ি উল্টে যাওয়ায় বেসামাল হয়ে প্রত্যেকেই ব্রিজের উপর থেকে একেবারে নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে হাওড়ার নিবেদিতা সেতুর কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এদিন উত্তর ২৪ পরগনার হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। একটি গাড়ির মাথায় বসেছিলেন ৬ শ্রমিক। ওই গাড়িটিতেই তাঁদের মালপত্র বোঝাই করে অঙ্কুরহাটির হাটে বিক্রির উদ্দেশ্যে তাঁরা যাচ্ছিলেন। লালবাড়ির সামনে আচমকা তাদের চার চাকার গাড়িটির টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর ওপরেই গাড়িটি উল্টে যায়।

এদিকে, চলন্ত গাড়ি হঠাৎ উল্টে যাওয়ায় গাড়ির মাথায় বসে থাকা ৬ শ্রমিক ব্রিজের রেলিং থেকে ছিটকে গিয়ে পড়েন ৪০ ফুট নিচের রাস্তায়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় গিয়ে পৌঁছোয় পুলিশ। এরপর স্থানীয়দের সাহায্য নিয়ে জখম শ্রমিকদের দ্রুত উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- West Bengal News Live: স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর, বিধাননগর স্টেশনে লাইন পেরনোর সময় ভয়াবহ কাণ্ড

Advertisment

তবে চিকিৎসকরা তাঁদের চারজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাকি দু'জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত এবং আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে। দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের সদস্যদেরও খোঁজ চালানো হচ্ছে।

আরও পড়ুন- RG Kar Case: ফের আরজি করের নারকীয় কাণ্ড নিয়ে তুঙ্গে চর্চা, নার্সদের পর নিরাপত্তারক্ষীদের CBI তলব

news of west bengal news in west bengal Death accident Howrah Bengali News Today