RG Kar Doctor Rape & Murder Case: আবারও চর্চায় আরজি কর কাণ্ড (RG Kar Case)। কলকাতার নামী সরকারি হাসপাতালের নারকীয় কাণ্ডের পর বছর ঘুরতে চললেও আরজি করের ঘটনা নিয়ে চর্চা বিন্দুমাত্র কমছে না। চিকিৎসক ধর্ষক-খুনে এবার পরপর ডেকে পাঠানো হচ্ছে আরজি করের নার্স, নিরাপত্তারক্ষীদের।
আগামী সোমবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্ত আবার নতুন করে তুঙ্গে তুলেছে CBI। গতকালই সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকজন নার্সকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
আজ আরজি করের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে তলব কেন্দ্রীয় তদন্ত সংস্থার। সূত্রের খবর এদিন হাসপাতালের জরুরি বিভাগের আট নিরাপত্তাকর্মীকে ডেকে পাঠানো হয়েছিল। সেই রাতে হাসতাপাতালে কাদের কাদের তাঁরা ঢুকতে দেখেছিলেন বা কাদের কাদের হাসপাতাল থেকে বেরোতে দেখেছিলেন সেব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। ওই রাতে আরজি করে সন্দেহজনক কোনও ঘটনা তাঁদের চোখে পড়েছিল কিনা সেব্যাপারেও জিজ্ঞাসাবাদ তদন্ত সংস্থার।
আরও পড়ুন- West Bengal News Live: 'কতগুলো বাঁদর বিধানসভায় এসেছে, বের করে দেওয়া উচিত', BJP বিধায়কদের ধুয়ে দিলেন মদন
গতকাল আরজি করের বেশ কয়েকজন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই। সেই রাতে কারা কারা ডিউটিতে ছিল, কাদের নার্সরা হাসপাতালে ঢুকতে দেখেছিলেন সেব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'সরকারি কাজে কাটমানি চাইছেন তৃণমূলের প্রধান', ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
এদিকে আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনে CBI তদন্তের ধরন নিয়ে শুরু থেকে আপত্তি রয়েছে নির্যাতিতার পরিবারের। কেন্দ্রীয় সংস্থার তদন্তে বেশ কিছু দিক উঠে আসেনি বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। শুধু সঞ্জয় রায় নয়, তাদের মেয়ের মৃত্যুর নেপথ্যে আরও কয়েকজন জড়িত বলে মনে করছেন নির্যাতিতার বাবা-মা।