Advertisment

Car Catches fire in Kanksa: পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলাই কাল হল! ৪ শিশুর মর্মান্তিক পরিণতি শুনলে শিউরে উঠবেন

Car Catches fire in Kanksa: পুলিশ জানিয়েছে, যে শিশুরা ঝলসে গিয়েছে তাঁদের প্রত্যেকেরই বয়স সাত বছরের মধ্যে। পরিত্যক্ত গাড়িতে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Car Catches fire in Kanksa: পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক

Car Catches fire in Kanksa: পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক

Car Catches fire in Kanksa: রাস্তার ধারে পড়ে থাকা পরিত্যক্ত গাড়ি। সেই গাড়ির ভিতরেই বসে খেলছিল চার শিশু। কিন্তু পরিত্যক্ত গাড়িতে বসার যে এমন খেসারত দিতে হবে কে জানত। পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক। 

Advertisment

আজ, বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলছিল শিশুরা। সেই সময় হঠাৎ গাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভিতর আটকা পড়ে ৪ জনেই। ওই নাবালক ও  শিশুকন্যার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। চার শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুই জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন মায়ের সঙ্গে স্কুটিতে বাড়ি ফিরছিল একরত্তি পড়ুয়া, এক মহূর্তেই সব শেষ...!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। যে ব্যক্তি তাঁদের উদ্ধার করেন তিনিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, যে শিশুরা ঝলসে গিয়েছে তাঁদের প্রত্যেকেরই বয়স সাত বছরের মধ্যে। পরিত্যক্ত গাড়িতে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, গাড়ির ভিতরে বাচ্চারা খেলার সময় কোনও তার ছিঁড়ে দেওয়ায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

fire West Bengal Durgapur
Advertisment