School student dies after being hit by a bus in Salt Lake: দুটি বাষের রেষারেষিতে প্রাণ গেল খুদে পড়ুয়ার। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু চতুর্থ শ্রেণির স্কুল পড়ুয়ার। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক ২ নম্বর গেট চত্বর। ক্ষুব্ধ জনতা একাধিক বাসে ভাঙচুর চালায়। পুলিশ গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গেও তুমুল তর্কাতর্কি বেধে যায় ক্ষুব্ধ জনতার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে মায়ের স্কুটিতে বাড়ি ফিরছিল খুদে পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ঠিক ওই সময়ে এলাকায় দুটি বাষ নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস সজোরে গিয়ে ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় চতুর্থ শ্রেণি স্কুল পড়ুয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকার পরিস্থিতি।
খুদে পড়ুয়ার দেহ আটকে চলে বিক্ষোভ-অবরোধ। একাধিক বাসে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। পুলিশ গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শুরু হয় তুমুল বিক্ষোভ। লাগাতার বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেক ২ নম্বর গেট চত্বরের দু'দিকের রাস্তা। ব্যাপক যানজট তৈরি হয় ওই এলাকায়। পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন- Digha: পর্যটকরা আহ্লাদে আটখানা হবেনই! বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসুন দিঘায়, বিনোদনের নয়া ইভেন্ট চালু কবে?
আরও পড়ুন- Manoj Mitra: প্রয়াত মনোজ মিত্র, শোকবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?
আরও পড়ুন- Biman Bose Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিমান বসু, এখন কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?
ওই এলাকায় এর আগেও একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বাসের রেষারেষিতে। এরপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের কয়েকজনের সঙ্গে পুলিশের আধিকারিকদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিন বেশ কিছুক্ষণ এমন বাক-বিতণ্ডা চলার পর পরিস্থিতি শান্ত হয়।