/indian-express-bangla/media/media_files/2025/02/02/MxLPHJ4tprhSe394e52s.jpg)
নৈহাটি থেঁতলে খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ? ভিডিও পোস্ট করে মমতাকে বিরাট হুঙ্কার শুভেন্দুর Photograph: (ফাইল ছবি)
Suvendu Adhikari On TMC Worker Murder Naihati: নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দু'দিন পর প্রথম গ্রেফতার। খুনের ঘটনার পরই সরানো হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। সিপি বদলের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের জালে খুনের ঘটনায় এক অভিযুক্ত।
গোটা ঘটনায় সামনে এসেছে একটি ভয়ঙ্কর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
ঘটনার পর ২ দিন পর গতকাল রাতে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। আজ তাকে ব্যাকারপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, খুনের মূল অভিযুক্ত রাজেশ সাউ। তারই শ্যালক অক্ষয় গোন্ডকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।
তৃণমূলকর্মী খুনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে নৃশংস ঘটনার ভিডিও পোস্ট করে গোটা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছেন।
সেই সঙ্গে তিনি লিখেছেন, 'প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করছেন আক্রমণকারীরা তৃণমূল কর্মী। কেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে পুলিশ আধিকারিকদের বলির পাঁঠা বানানো হবে',সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তাড়া করে বিধায়কের গাড়ির উপর প্রাণঘাতী হামলা! শহরের বুকে শাসক নেতাদের কেন বারে বারে টার্গেট?
Barrackpore Police Commissioner; Shri Alok Rajoria (IPS) transferred after TMC Kills TMC !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) February 1, 2025
In less than 24 hours after a Trinamool Congress worker; Santosh Yadav, was killed in broad daylight on Friday at Naihati in North 24 Parganas district, axe has fallen on the Police… pic.twitter.com/cDtHq5CS2e
দলীয় কর্মী খুনে নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "বাড়ি ফেরার পথে নৈহাটির গৌরীপুর পানিট্যাংকি এলাকায় আমাদের দলের কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা দলে প্রায় ৮ জন ছিল। প্রথম রাউন্ড গুলি চালায় ৩টে ৫৫মিনিট নাগাদ। দু'মিনিট পর ফের সন্তোষের ওপর গুলি চালায়।" চার রাউন্ডগুলি চলেছে বলে তাঁর দাবি।
দলীয় কর্মী খুনের ঘটনায় বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ পার্থ দে বলেন, " অর্জুন সিং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ভাটপাড়াতেও তার পায়ের তলার মাটি সরে গেছে। এবার সন্ত্রাস করে জায়গা দখলের চেষ্টা করছে। তবে এসব করে কিছু লাভ হবে না।"
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই দায়ি করেন। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে শাসক শিবির।