Sandeshkhali-BJP: নজিরবিহীন কাণ্ড রাজ্য বিধানসভায়। আজ অধিবেশনের শুরুতেই সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করে বিজেপির (BJP) অন্য বিধায়করা। 'সন্দেশখালির সঙ্গে আছি', লেখা টি-শার্ট পরে বিধানসভায় ঢুকেছিলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) টি-শার্টটি খুলে আসতে বললে তীব্র প্রতিবাদে সুর চড়াতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। শেষমেশ বিরোধী দলনেতা-সহ বিজেপির ৬ বিধায়ককে সাসপেন্ড (Suspend) করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সাসপেন্ড হওয়ার পর কী বললেন শুভেন্দু অধিকারী?
"আমরা গর্বিত। সন্দেশকালির মায়েদের জন্য আমাদের সাসপেন্ড করেছে। আমরা অচল করেছি বিধানসভা। আমরা মাটিতে বসে সন্দেশখালির ঘটনার প্রতিবাদ করেছি।"
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে চলেছে সন্দেশখালির ঘটনা। সোমবার রাজ্য বিধানসভায়, 'সন্দেশখালির সঙ্গে আছি', লেখা টি-শার্ট পরে ঢুকেছিলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের টি-শার্ট খুলে ফেলার অনুরোধ করেন। অধ্যক্ষকে শুভেন্দু অধিকারী বলেন, "আমরা অন্যায় কিছু লিখিনি।" উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, "এটা একটা স্লোগান, স্লেগান লিখে বিধানসভায় আসা যায় না।"
আরও পড়ুন- Sandeshkhali: চূড়ান্ত উত্তেজনা তৈরির জোরালো ইঙ্গিত সন্দেশখালিতে, বামেদের বনধেই BJP-র অভিযান, যাচ্ছেন রাজ্যপালও
এরপরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বেরিয়ে তুমুল প্রতিবাদ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীরা। আজই বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালিতে যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভা থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। পরে তিনি বলেন, "সন্দেশখালিতে আমরা ১৪৪ ধারা ভাঙব না। আমাদের চার মহিলা বিধায়ককে সেখানে যেতে দেওয়ার অনুমতি চাইব। রাস্তাতেই আটকে দিলে প্রতিবাদ জানাব।"
আরও পড়ুন- Sundarban: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল, ফের বীভৎস কাণ্ডে দ্বীপাঞ্চলে হাহাকার!