বাগদেবীর আরাধনায় মেতেছে উত্তর ২৪ পরগনার খড়দহের বালক সংঘ। সংঘের ৩৩ বছরের সরস্বতী পুজোয় এবার দর্শনার্থীদের নজর কাড়তে তাঁদের বিশেষ আকর্ষণ প্রতিমা। সূর্য সেন পাড়ায় চলছে জোরকদমে প্রতিমা তৈরির কাজ। ১৬ দিন ধরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবারের অর্ধ শোয়া সরস্বতী প্রতিমার দৈর্ঘ ৮০ ফুট। পাশে দেবীর বাহন হাঁস লম্বায় ৭ ফুট। উচ্চতা ৫ফুট।
Advertisment
দীর্ঘ ৩৩ বছর ধরে সরস্বতী পুজো করে আসছে খড়দহের মাধবআশ্রম বালক সংঘ। এবারে এই ক্লাবের প্রধান আকর্ষণ প্রতিমার দৈর্ঘ ৮০ ফুট। এর আগে এই ক্লাব ৫০ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছে, কখনও ৩৫ ফুট উচ্চতার সরস্বতী তৈরি করেছে। বালক সংঘের সভাপতি অমল সরকার বলেন, 'আমরা প্রতিমা আকর্ষণীয় করার দিকে নজর দিয়ে থাকি। এবার সরস্বতী দেবী আধ শোয়া স্টাইলে তৈরি হচ্ছে, প্রতিমার দৈর্ঘ ৮০ ফুট। এখনও দুদিন লাগবে মাটির কাজ শেষ করতে। তারপরই রংয়ের প্রলেপ পড়বে। প্রতিমা সরানো যাবে না তাই এখানেই বিসর্জন দেওয়া হবে।'
সাধারণত দুর্গাপুজো ও কালীপুজোয় সর্বজনীন উৎসবের আয়োজন করে আমবাঙালি। বর্ধমানের কালনায় সরস্বতী পুজোর ধুমধাম করে পালিত হয়। তবে এবার উত্তর চব্বিশ পরগনার খড়দহের বালক সংঘের সরস্বতী পুজোও ক্রমশ মানুষের মন কাড়ছে। ক্লবের সদস্য সায়ন সরকার বলেন, '২০১৬-তে আমরা ৫০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা করা হয়েছি। এবারে আধ শোয়া অবস্থায় সরস্বতীর দৈর্ঘ ৮০ ফুট। এবার আমাদের পুজো ৩৩ বছরে পড়েছে। মাঝে মধ্যে আমরা থিমের সরস্বতী পুজো করেছি। আমরা প্রতি বছর নতুন নতুন চিন্তভাবনা করি। এখানে প্রতিমা দেখতে ঢল নামে দর্শনার্থীদের। আশা করছি এবারও দূরদূরান্ত থেকে প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে।'
গত ৬ জানুয়ারি প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে খড়দহের সূর্য সেন নগরে। আগামী ২৫ জানুয়ারি বালক সংঘের 'ব্যতক্রমী' পুজোর উদ্বোধন হবে। সায়ন সরকার বলেন, 'এই প্রতিমা তৈরি করছেন নদিয়ার পলাশীর শিল্পী অসীম পাল। বড় প্রতিমা নির্মানে তিনি বেশ পারদর্শী। প্রতিমার ব্যাকগ্রাউন্ডে থাকবে ফোয়ারা, লাইটিংয়ের আকর্ষণ। পিছনেই রয়েছে জলাশয়।'