New Town: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে হুলস্থূল পড়ে গেল নিউটাউন (Newtown) এলাকায়। শনিবার সকালে নিউটাউনের ধর্মতলা পাচুরিয়া ছোট খালে একটি ট্রলিব্যাগ ভাসতে দেখেন স্থানীয়রা। সেটা খুলতেই যা বেরিয়ে এল তা দেখে তাজ্জব স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার সকালে নিউটাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালে একটি লাল রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেই ট্রলিব্যাগের তালা খুলতেই এক ব্যক্তির মৃতদেহ দেখা যায়। পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫২ বছরের মধ্যে।
আরও পড়ুন- ED Raid: রাজ্যে ফের মিলল টাকার পাহাড়! বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার দাপুটে মন্ত্রীর বাড়ি থেকে
যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করে ওই ব্যক্তির দেহ ট্রলিব্যাগে ভরে খালে ফেলে দিয়েছে কেউ বা কারা। এদিকে, লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) ঠিক আগে আগে খাস কলকাতা শহরের নাকের ডগায় এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন- Dilip Ghosh: অভিষেক ‘প্রশংসা’ করেছেন শুনেই কী বললেন দিলীপ? মন্তব্য ঘিরে সীমা ছাড়াচ্ছে চর্চা!
তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। স্থানীয়দের অনেকের দাবি, খুন করে দেহ ট্রলিব্যাগে ভরে এই খালে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করেছে।