fire broke out at an eatery in Kolkatas Dharmatala area: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। এবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। শনিবার সকালে ওই খাবারের দোকানটি থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর পাঠানো হয় দমকলে। তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
কলকাতার ধর্মতলায় একটি খাবারের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আগুন ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কে ভুগতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের পরপরই কালো ধোঁয়া বেরোতে থাকে ওই খাবারের দোকানটি থেকে।
এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারাই ওই আগুন নেভানোর কাজে সামিল হন। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের পরপর তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।
আরও পড়ুন- West Bengal News Live:বাড়ির মুখেই দাঁড়িয়ে মস্ত বাঘ, দক্ষিণরায়ের প্রবল গর্জনে ঘটনাস্থলেই অজ্ঞান যুবক
রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দিতে দেখা যায় দমকল কর্মীদের। আগুন নেভানোর কাজে সামিল হন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের জেরে ওই খাবারের দোকানটির সামনের রাস্তায় যান চলাচল ব্যহত হয়েছে। তবে ঘটনাটি সকালের দিকে ঘটায় গাড়ির চাপ কম ছিল। সেক্ষেত্রে যানজটজনিত বিপুল হয়রানি এড়ানো গিয়েছে। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। দমকল আআধিকারিকরা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের পরেই আগুন লাগার স্পষ্ট কারণ জানা যাবে।
আরও পড়ুন- LPG Price: বাজেটের সকালেই সুখবর, একধাক্কায় কত কমল গ্যাসের দাম?