/indian-express-bangla/media/media_files/2025/04/23/Av8DpU8QvAk6g6fzbtBG.jpg)
মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে এই কাহিনী, শোরগোল ফেলা ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য
Malda Crime News: এঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাতে বাধ্য। মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল চূড়ান্ত চাঞ্চল্য। জানা গিয়েছে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। সেই প্রতিবাদের জেরেই মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধরক মারধর। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার সাতঘড়িয়া এলাকায়।
'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?
জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম কাসমিরা খাতুন। ৯ বছর আগে আতিবুর রহমানের সাথে বিয়ে হয় ওই মহিলার। বিয়ের পর থেকেই কাসমিরা খাতুনের উপর মানসিক অত্যাচার করা হত বলে অভিযোগ। এরই মধ্যে গত সাত দিন আগে মারধর করে আতিবুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। পরে তিনি জানতে পারেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু! কোচি থেকে কানপুর, কলকাতা থেকে রায়পুর হাহাকার সর্বত্র
স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী সহ শশুর বাড়ির লোকেরা ওই মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে রেখে মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেলে ভর্তি এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ