Advertisment

CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পাল্টা কাদের নিশানা সিভি আনন্দ বোসের?

CV Ananda Bose: লোকসভা নির্বাচনের আবহে তোলপাড় ফেলা কাণ্ড। নজিরবিহীন কাণ্ড কলকাতায়। খোদ রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাজ্যপালের তুমুল সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
a molestation complaint has been filed against wb Governor CV Ananda Bose

CV Ananda Bose: রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Molestation complaint against CV Ananda Bose: এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজভবনেরই এক মহিলা কর্মী। রাজ্যপাল তাঁর ছিল শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। ওই মহিলা রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

Advertisment

তোলপাড় ফেলা অভিযোগ এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধেই। রাজভবনের এক মহিলা তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের অফিসার ইনচার্জের কাছে ওই মহিলা তাঁর অভিযোগ জানান।

রাজ্যপাল তাঁকে নিজের চেম্বারে ডেকে কু-ইঙ্গিত করেছেন বলে অভিযোগ ওই মহিলার। এরপরে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওই মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। এমন গুরুতর অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এদিকে আজ রাতেই রাজভবনে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi)। আগামিকাল রাজ্যে তিন- তিনটে জনসভা রয়েছে তাঁর।

আরও পড়ুন- ‘আরও তীব্র হোক দহন, আগুন ঝরাক সূর্য’, খুশিতে ডগমগ হয়ে ‘তাজ্জব’ আর্তি কাদের? কেন?

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়, কোন বিষয়ে কত নম্বর পেলেন ফার্স্ট বয়?

এদিকে ,রাজ্যপালের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দায়ের হওয়ায় কড়া সমালোচনায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, "বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের মর্যাদা নিয়েই প্রস্ন উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ কলকাতায় পৌঁছে রাজভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে। মোদী কি সিভি আনন্দ বোসের কাছে ব্যাখ্যা চাইবেন?"

অন্যদিকে, রাজ্যপালও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন। গোটা ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি সিভি আনন্দ বোসের। প্রতিক্রিয়ায় সিভি আনন্দ বোস লিখেছেন, "সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী আখ্যান দ্বারা ভীত নই। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, ভগবান তাঁদের মঙ্গল করুন। কিন্তু তাঁরা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না।"

kolkata news molestation West Bengal cv ananda bose
Advertisment