/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/suvendu.jpg)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম চন্দ্রজিকে উৎসর্গ করা শোভাযাত্রা যে কোনও দিন বের করা যেতে পারে।' রিষড়ার রামনবমীর মিছিল প্রসঙ্গে টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রামনবমীর ২ দিন পর রিষড়ায় রবিবার বের হয়েছিল শোভাযাত্রা। রামনবমীকে উদ্দেশ্য করেই সেই শোভাযাত্রা ঘিরে রবিবার সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। ভাঙচুর, আগুন বাদ যায়নি কিছুই। রামনবমীর ২ দিন পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে গন্ডগোল পাকাতে বিজেপি ওই শোভাযাত্রা বের করে। তৃণমূলের একাশের এই অভিযোগের পাল্টা 'যুক্তি' এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
উল্লেখ্য, রামনবমীর মিছিল ঘিরে রবিবার অশান্তি ছড়ায় হুগলির রিষড়ায়। ইটবৃষ্টি থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মিছিলে অংশ নিয়েছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি পাথরের আঘাতে আহত হয়েছেন।
TMC leaders are asking; Why was the Ram Navami rally taken out 2 days later?
A. Procession dedicated to Maryada Purushottam Bhagwan Ram Chandra Ji can be taken out any day.
What did Administration do to protect the Procession & the participants after giving permission?
Nothing pic.twitter.com/7appw8Zm2F— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 2, 2023
অশান্তি চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যান। তবে, বিজেপির বহু নেতা-কর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির নেতাদের অভিযোগ, আগে থেকে মিছিলের কথা থাকলেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করেনি প্রশাসন।
আরও পড়ুন- রামনবমীর মিছিল ঘিরে তীব্র অশান্তি রিষড়ায়, ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত বিজেপি বিধায়ক
এদিকে তৃণমূলের অভিযোগ, অশান্তি পাকাতেই ওই মিছিল করে বিজেপি। এরই পাল্টা শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, 'তৃণমূলের নেতারা জিজ্ঞাসা করছেন রামনবমীর র্যালি কেন ২ দিন পর বের করা হল? উত্তরটা হল মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম চন্দ্র জিকে উৎসর্গ করা শোভাযাত্রা যে কোনও দিন বের করা যেতে পারে। অনুমতি দেওয়ার পরে মিছিল এবং অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য প্রশাসন কী করেছিল? কিছুই না।'
এদিকে, রবিবার রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে পাথরের আঘাতে জখম হয়েছেন হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। গোটা ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি।