Aadhaar Card Photo Change : আধার কার্ডে নিজেকে দেখেই চিনতে পারছেন না? ঘরে বসেই বদলে ফেলুন নিজের ছবি

Aadhaar Photo Change Process : যদি আপনার আধারে থাকা ছবিটি পছন্দ না হয়, তাহলে এখন সহজেই আপনি আপনার আধারে থাকা ছবি বদলে ফেলতে পারেন। সহজ উপায়ে ঘরে বসেই বদলে ফেলুন আধারে থাকা ছবি।

Aadhaar Photo Change Process : যদি আপনার আধারে থাকা ছবিটি পছন্দ না হয়, তাহলে এখন সহজেই আপনি আপনার আধারে থাকা ছবি বদলে ফেলতে পারেন। সহজ উপায়ে ঘরে বসেই বদলে ফেলুন আধারে থাকা ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Aadhaar Card Photo Change, আধার কার্ড ছবি পরিবর্তন  Aadhaar card photo update 2025  UIDAI আধার ছবি পরিবর্তন পদ্ধতি  Aadhaar image correction process  How to change photo in Aadhaar card  আধার সেন্টারে নতুন ছবি আপডেট  আধার বায়োমেট্রিক আপডেট ফি  UIDAI Aadhaar photo change form download

আধার কার্ডে নিজেকে দেখেই চিনতে পারছেন না? ঘরে বসেই বদলে ফেলুন নিজের ছবি

Aadhaar Photo Change Process : আধার কার্ডে নিজেকে দেখেই চিনতে পারছেন না? ঘরে বসেই বদলে ফেলুন নিজের ছবি।  

Advertisment

যদি আপনার আধারে থাকা ছবিটি পছন্দ না হয়, তাহলে এখন সহজেই আপনি আপনার আধারে থাকা ছবি বদলে ফেলতে পারেন।  

ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনছেন, না শুধরালে হুড়মুড়িয়ে বাড়বে ইলেকট্রিক বিল, 'বারোটা বাজবে' AC মেশিনের

আধার কার্ড ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য আধার প্রয়োজন। অনেক সময় আধার কার্ডে আমাদের নিজেদের ছবি দেখে নিজেরাই আঁতকে উঠি। নিজেদের চিনতে অসুবিধা হয়। আপনিও কি সেই সকল ব্যক্তিদের মধ্যে একজন? চাইছেন আধারে থাকা নিজের ছবি বদল করছেন? এখন সহজ উপায়ে ঘরে বসেই বদলে ফেলুন আধারে থাকা ছবি।

Advertisment

আপনার আধার কার্ডে থাকা পুরনো বা অপছন্দের ছবি যদি আপনাকে বিব্রত করে, তাহলে এখনই তা পরিবর্তন করার সুযোগ রয়েছে। UIDAI জানিয়েছে আধার কার্ডে ছবি আপডেটের প্রক্রিয়া এখন আরও সহজ হয়েছে। মাত্র ২৫ টাকা ফি' দিয়েই আপনি আধারে নিজের নতুন ছবি আপলোড করাতে পারেন।

আধার কার্ডে ছবি পরিবর্তনের ধাপসমূহ:

UIDAI ওয়েবসাইটে যান:
প্রথমে uidai.gov.in-এ লগইন করুন।

ফর্ম ডাউনলোড করুন:
Aadhaar Enrolment/Update Form ডাউনলোড করে পূরণ করুন।

আধার সেবাকেন্দ্রে যান:
নিকটবর্তী আধার আপডেট সেন্টারে গিয়ে ফর্মটি জমা দিন।

ছবি এবং বায়োমেট্রিক আপডেট করুন:
আধার অপারেটর নতুন ছবি তুলুন এবং আপনার বায়োমেট্রিক জমা দিন। 

ফি জমা দিন:
২৫ (প্লাস জিএসটি) ফি দিন ছবি আপডেটের জন্য।

URN রসিদ নিন:
আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) সহ রসিদ পাবেন, যার মাধ্যমে অনলাইনে আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

নতুন আধার কার্ড ডাউনলোড করুন:
আপডেট সফল হলে mAadhaar অ্যাপ অথবা UIDAI ওয়েবসাইট থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

মেগাপিক্সেলের ৪টি ক্যামেরা সহ লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, ভিভো-শাওমির 'টেনশন' বেড়ে গেল

Aadhar Card