Abhijit Gangopadhyay: ভালো নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিল্লি AIIMS-এ দেখাশোনার দায়িত্বে খোদ কে আছেন জানেন?

Abhijit Gangopadhyay Health Update: রাজধানী দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay Health Update: রাজধানী দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Ganguly BJP MP,  Shamik Bhattacharya statement,  BJP West Bengal president  ,Abhijit Ganguly controversy,  BJP Krishnanagar meeting  ,West Bengal politics news  ,Mamata Banerjee government criticism,  Speaker Biman Banerjee , Dengue deaths West Bengal,  BJP unity West Bengal,অভিজিৎ গাঙ্গুলি বিজেপি সাংসদ , শমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি,  কৃষ্ণনগর বিজেপি সভা  ,অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য , বিজেপির ঐক্য  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার  ,বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বিতর্ক  ,ডেঙ্গি মৃত্যু পশ্চিমবঙ্গ,  বিজেপি সংগঠন পশ্চিমবঙ্গ

BJP MP Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের জটিল সমস্যা রয়েছে। এর আগে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শারীরিক পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় তাঁকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা থেকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপি সাংসদকে। রাজ্য BJP সূত্রে জানা গিয়েছে, আপাতত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে AIIMS-এ বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হতে পারে।

Advertisment

জানা গিয়েছে, দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া, তাঁর চিকিৎসার ব্যাপারে যাবতীয় দায়িত্ব পালনের ভার রয়েছে খোদ কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুর উপর। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে লোকসভার তরফেও AIIMS হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। 

আরও জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লিতে চিকিৎসার বিষয়ে যাবতীয় সহযোগিতার দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁও। দলের তরফেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন। কলকাতা থেকে দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে যাচ্ছেন তাঁর দলের নেতা থেকে শুরু করে অন্য পরিচিতরা। রাজ্য BJP সূত্রে খবর, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: ঠিক কী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? কেন BJP সাংসদকে নিয়ে এত বাড়ছে উদ্বেগ?

অ্যকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিন দু'য়েক দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। AIIMS-এর ICU বিভাগে যাবতীয় সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজও বেশ কিছু শারীরিক পরীক্ষা হতে পারে তাঁর। গতকালও তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে। প্রাথমিকভাবে এই সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিজেপি সাংসদের পরবর্তী চিকিৎসা নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লির AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন কেমন আছেন সাংসদ? এল বড় খবর!

BJP MP Delhi AIIMS Abhijit Ganguly