/indian-express-bangla/media/media_files/2025/06/21/abhijit-2025-06-21-13-38-05.jpg)
BJP MP Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Abhijit Gangopadhyay BJP MP admitted AIIMS: গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের জটিল সমস্যা নিয়ে রীতিমতো কাবু গেরুয়া দলের এই সাংসদ। বর্তমানে দিল্লিতে AIIMS-এর ICU বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
কলকাতায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দিন কয়েকের চিকিৎসায় শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য তেমন উন্নতি হয়নি সাংসদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবার এবং রাজ্য বিজেপি সিদ্ধান্ত নেয় অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লির AIIMS-এ নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিচার করে এয়ারলিফট করে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আলিপুরের ওই বেসরকারি হাসপাতাল থেকে গ্রিন করিডোরে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গত দিন দু'য়েক দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। কলকাতার বেসরকারি হাসপাতালেও মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দিল্লিতেও আইসিইউ-তে সব রকম সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দু'দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি।
সেই কারণেই উদ্বেগ কাটছে না। দিল্লিতে নিয়ে গিয়ে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাঁর। শনিবার সেই সব শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার কথা রয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই তাঁর পরবর্তী চিকিৎসা নিয়ে চিকিৎসকরা আলোচনা করবেন। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের জটিল সমস্যায় কাবু বিজেপি সাংসদ। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- Sealdah division: শিয়ালদহ ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে