/indian-express-bangla/media/media_files/2025/04/22/LtfjR9TimtgSOAQu9ADa.jpg)
রাতভর চলছে বিক্ষোভ, অবস্থান। চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ।
Abhijit Gangopadhyay On Sacked Teacher Protest:রাতভর চলছে বিক্ষোভ, অবস্থান। চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ। এর মাঝেই যোগ্য চাকরিহারাদের পাশে থাকা বার্তা দিয়ে রাস্তা না ছাড়ার আবেদন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি এবিপি আনন্দকে ফোনে বলেন, "সুপ্রিম কোর্টের নাম করে যোগ্যদের তালিকা প্রকাশ করা এড়িয়ে যেতে চাইছে এসএসএসি। ব্র্যাত্য বাবু যা বলেছেন বা এসএসসি যা বলেছে তা চোখে ধুলো দিয়ে ভাওতাবাজি করার একটা প্রচেষ্টা। আমি আপনাদের বলছি আপনারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন শান্তি বজায় রেখে সেভাবে আন্দোলন চালিয়ে যান। আমি ব্র্যাত্য বাবুর বক্তব্য শুনেছি। যোগ্যদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম রায়ের কোন সম্পর্ক নেই। স্বচ্ছতার দাবি তুলতেই পারেন সাধারণ মানুষ । অনেক আগেই SSC-এর এই তালিকা প্রকাশ করা উচিত ছিল। সুপ্রিম কোর্ট কোথায় বলেছে তালিকা বের করতে পারবে না?
'সত্যের মুখোমুখি হতে ভয় পান মুখ্যমন্ত্রী' বিরাট দাবিতে রাজ্য তোলপাড়! তালিকা কেন নয়, কী জানালেন ব্র্যাত্য?
১৭ ঘন্টা পার!এসএসএসি দফতরের সামনে চলছে চাকরিহারাদের বিক্ষোভ। এবার সেখান থেকেই উঠল চাকরিহারাদের ভয়ঙ্কর অভিযোগ। 'যোগ্যদের এবার অযোগ্যদের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা',এসএসএসি বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন যোগ্য চাকরিহারারা। তারা সাফ জানিয়েছেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। তাহলেই চাল থেকে কাঁকর আলাদা করা যাবে।
২১ এপ্রিলের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। এর পরই গতকাল সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্ত্বর। এসএসসি দফতরের বাইরে হাজার হাজার চাকরিহারারা অনশন-অবস্থানে বসেন। সকলের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত না এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করছে ততক্ষণ চলছে এই অবস্থান বিক্ষোভ।
'রাজ্য অচল করে দেব', চাকরিহারাদের হুঙ্কারে কেঁপে উঠল রাজপথ
এদিকে আন্দোলনের মাঝেই কেন তালিকা প্রকাশ করা গেল না তা নিয়ে বিবৃতি দিলেন শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু। ঠিক কী বলেছেন তিনি? ব্র্যাত্যের কথায়, "আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, তাঁরা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই। আন্দোলনের কোন মানেই নেই। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য-অযোগ্যের তালিকা দিতে। তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তাই এত অধৈর্য হলে চলবে না। এসএসসি আগেই জানিয়েছিল আইনি পরামর্শ নিয়ে তালিকা প্রকাশ করবে । যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে। এখানে জল ঘোলা করার কোন বিষয় নেই"।
১৬ ঘন্টা পার! চলছে চাকরিহারাদের বিক্ষোভ, যোগ্যদের এবার অযোগ্যদের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা?
'পিঠ বাঁচাতেই আইনের দোহাই' হুঙ্কার চাকরিহারাদের। দাবি আদায়ে লাগাতার এসএসসি দফতর ঘেরাওয়ের ডাক। এসএসসিকে ডেডলাইন বেধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ১৭ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চলছে অবস্থান বিক্ষোভ। গতকাল বিকেল থেকে চলছে ম্যারাথন ঘেরাও। চাকরিহারাদের দাবি যোগ্যদের অযোগ্যদের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা। ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। গতকাল প্রবল বিক্ষোভের মুখে পড়ে মধ্যরাতে তড়িঘড়ি বিবৃতি দিল স্কুল সার্ভিস কমিশন। এসএসএসির তরফে জানানো হয়েছে, 'সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে চলবে দফতর। যারা ক্লাস নিচ্ছেন তাদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট দফতর থেকে নিয়ম মতই শিক্ষকদের বেতন দেওয়া হবে'।