/indian-express-bangla/media/media_files/2025/04/22/Da7IUl19ya1zGMhODWfo.jpg)
News in Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Highlights:SSC ভবন ঘেরাও-অভিযান চালিয়ে যাবেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে স্কুলে যেতে তাঁরা রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন। SSC-এর চেয়ারম্যানের সঙ্গে আলোচনাতেও জট কাটেনি। এবার অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার আন্দোলনরত চাকরিহারা এক শিক্ষক সংবাদমাধ্যমকে বলেছেন, "স্কুলে এখন আমরা যাচ্ছি না। আমাদের এই অবস্থান এবং আন্দোলন চলবে।" এদিকে মঙ্গলবার ফের একবার আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার বিষয়টি তাঁর সরকার এবং আদালতের ওপরেই ছাড়তে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসায় আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহ অভিযানে নেমেছিল BJP। রাজ্যের প্রধান বিরোধী দলের সেই কর্মসূচিকে কেন্দ্র করেই মঙ্গলবার বিকেলে ধুন্ধুমার পরিস্থিতি চলল কলকাতার হাজরা মোড় চত্বরে। বিজেপির ত্রাণ সংগ্রহ অভিযানে বাধা দেয় পুলিশ। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করা হয়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। তমোঘ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা আটক হয়েছেন। বহু মহিলা বিজেপি কর্মীকেও আটক করেছে পুলিশ। অনেককে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জাফরাবাদে আক্রান্ত হিন্দুদের জন্য ত্রাণ সংগ্রহ অভিযান চলছিল।"
-
Apr 22, 2025 21:34 IST
West Bengal News Live:জঙ্গি হামলার নিন্দায় মুখ্যমন্ত্রী
পহেলগামে জঙ্গি হামলার নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সহিংসতা সম্পূর্ণ নিন্দনীয় এবং শাস্তির বাইরে থাকা উচিত নয়।" মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২০ জন পর্যটক নিহত এবং ১০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে যে আহতদের মধ্যে কমপক্ষে দুইজনের অবস্থা গুরুতর। সূত্রের খবর, পাহেলগামের রাস্তার ধারের সবুজ জমি বৈসারণে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
I am deeply anguished by the brutal terrorist attack in the Pahalgam region of Anantnag, Jammu & Kashmir.
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
My heartfelt condolences to the families of those who lost their lives, and prayers for the swift recovery of the injured.
This act of violence is utterly reprehensible and… -
Apr 22, 2025 19:49 IST
West Bengal News Live:বিরাট সিদ্ধান্ত মমতার
মুর্শিদাবাদে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের প্রথম সপ্তাহে জেলা সফরে যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, শান্তি ফিরিয়ে আনা এবং প্রশাসনিক পর্যালোচনা করা।
বিস্তারিত পড়ুন- Murshidabad Violence: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা, মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে প্রবল সমালোচনা, শেষমেশ বিরাট সিদ্ধান্ত মমতার
-
Apr 22, 2025 18:59 IST
West Bengal News Live:তৃণমূলে তুঙ্গে কোন্দল
বীরভূম তৃণমূলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এবার তৃণমূলের ব্লক সভাপতির পা ভাঙার হুমকি দিলেন দলেরই নেতা। একইসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে প্রকাশ্য মঞ্চ থেকে। হুমকির জবাব দিতে গিয়ে ব্লক সভাপতি নাম না করে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিকেই আঙুল তুলেছেন।
বিস্তারিত পড়ুন- Birbhum News: 'মেরে ঠ্যাং ভেঙে দেব', তৃণমূল ব্লক সভাপতিকে 'চরম-বার্তা' দলেরই দাপুটে নেতার
-
Apr 22, 2025 18:27 IST
West Bengal News Live:কৃষিকাজে ড্রোন
ড্রোন উড়িয়ে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার আবেদন জানিয়েছিলেন পুরাতন মালদার এক চাষি। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি উন্নতমানের ড্রোন দেওয়ার ব্যবস্থা করা হলো ওই কৃষককে। ড্রোনের মাধ্যমে জমিতে কীভাবে কীটনাশক দেওয়া যায় এবং সার ব্যবহার করা যায়, সেব্যাপারেও একটি কর্মশালার উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও কৃষি দফতর।
বিস্তারিত পড়ুন- Malda News: যুগান্তকারী পদক্ষেপ বাংলার সরকারের, কৃষকের আবেদনে সাড়া দিয়ে 'নতুন ইতিহাস'!
-
Apr 22, 2025 17:28 IST
West Bengal News Live:সাফ কথা মমতার
যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে কলকাতায় SSC দফতরের সামনে লাগাতার অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গতকাল সন্ধেয় এসএসসি-র তরফে যোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে ভেবেছিলেন চাকরিহারারা। যদিও শেষমেশ তা হয়নি। গতকাল সন্ধেতেই প্রতিবাদের সুনামি আছড়ে পড়ে SSC ভবনের সামনে। এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'যোগ্য-অযোগ্য দেখতে রাজ্য আছে, আদালত আছে, তালিকার প্রয়োজন নেই', সাফ বললেন মুখ্যমন্ত্রী
-
Apr 22, 2025 16:57 IST
West Bengal News Live: মমতাকে তুলোধনা অধীরের
ফের অধীর চৌধুরীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। চাকরির নামে মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের। এরই পাশাপাশি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার পরেও মুখ্যমন্ত্রী সেখানে না যাওয়ায় যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। মুর্শিদাবাদেওর ওয়াকফ-হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করেছেন অধীর।
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:'অঙ্কটা নিজে কষুন, কত লোককে দিচ্ছেন আর কত চাকরি খাচ্ছেন', মমতাকে তুলোধনা অধীরের
-
Apr 22, 2025 15:32 IST
SSC protest Kolkata Live Updates: অমরনাথ যাত্রার আগে কাশ্মীর পর্যটকদের উপর জঙ্গি হানা
কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা। অমরনাথ যাত্রার আগে কাশ্মীর পর্যটকদের উপর জঙ্গি হানা। পহেলগাঁও-য়ে জঙ্গি হানায় গুরুতর আহত বেশ কয়েকজন পর্যটক । গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা বাহিনী। জানা গিয়েছে এই হামলায় চার পর্যটক আহত হয়েছেন। পর্যটকরা রাজস্থান থেকে কাশ্মীরে এসেছিলেন বলে সেনা সূত্রে খবর।
-
Apr 22, 2025 13:45 IST
SSC protest Kolkata Live Updates: মমতার পরই ড্যামেজ কন্ট্রোলে ব্র্যাত্য, চাকরিহারাদের বিরাট আশ্বাস
চাকরিহারাদের আন্দোলনের মাঝে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। ব্র্যাত্য বসু এদিন বলেন, মমতা চাকরিহারাদের পাশে রয়েছে। সুপ্রিম কোর্টে আমরা হেরেছি, জিতল কারা? মুখ্যমন্ত্রী সর্বোতভাবে যোগ্য শিক্ষকদের পাশে রয়েছেন। দ্রুত আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে মানছি। বেতন নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আপনাদের জন্যই এসএসসি লড়ছে। একমাত্র এই সরকার আপনাদের পাশে রয়েছে। আইনি পরামর্শ নিয়ে আমরা এগোচ্ছি। আমরা আমাদের কাজ করছি, শিক্ষকরাও তাদের কাজ করুন" । -
Apr 22, 2025 13:28 IST
SSC protest Kolkata Live Updates: মুর্শিদাবাদ দাঙ্গা, চাকরি বাতিল কান্ডে এবার পথে নামল হিন্দু সুরক্ষা মঞ্চ
মুর্শিদাবাদ দাঙ্গা, চাকরি বাতিল কান্ডে এবার পথে নামল হিন্দু সুরক্ষা মঞ্চ। চুঁচুড়ায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিস চলো অভিযান। এদিনের অভিযান ঘিরে পুলিশের সঙ্গে একাধিকবার বচসায় জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ওঠে স্লোগান। হিন্দুদের সুরক্ষা ও চাকরি বাতিলের দাবিতে এদিন পথে নামেন হিন্দু সুরক্ষা মঞ্চ। হাওড়া-শিয়ালদা থেকে ধর্মতলার দিকে মিছিল হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকদের। চুঁচুড়ার ঘড়ির মোড়ে এদিনের সভা থেকে সুকান্ত মজুমদার মমতার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন।
-
Apr 22, 2025 12:16 IST
SSC protest Kolkata Live Updates: কেমন আছেন রাজ্যপাল? তড়িঘড়ি অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হল সিভি আনন্দ বোসকে
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কমান্ড হাসপাতাল থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হবে। অবশেষ আজই রাজ্যপালকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল কমান্ড হাসপাতালে বাইপাস সার্জারি হয় রাজ্যপালের। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরের সকল প্যারামিটার আপাতত স্বাভাবিক রয়েছে। মুর্শিদাবাদ থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুকে ব্যাথা হওয়ায় তড়িঘড়ি তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদপিন্ডে বেশ কয়েকটি ব্লকেজ ধরা পড়ার তড়িঘড়ি তাঁর বাইপাস সার্জারি হয়।
-
Apr 22, 2025 12:10 IST
SSC protest Kolkata Live Updates: তাপস রায়ের নিশানায় তৃণমূল
টাকা পয়সা যারা দিয়েছে তারা তো গলা টিপে ধরবে, লিস্ট প্রকাশ করবে কি করে? তৃণমূলকে এবার ভয়ঙ্কর নিশানা বিজেপি নেতা তাপস রায়ের। তিনি বলেন, ২২ লক্ষ চাকরি প্রার্থীর সঙ্গে প্রতারণা করছে এই সরকার।
-
Apr 22, 2025 12:03 IST
SSC protest Kolkata Live Updates: প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি
পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাইপুরে। স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ঐ ছাত্রী। তার সাথে আরও সহপাঠীরাও ছিল। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল। আচমকা দাঁড়িয়ে ঐ ছাত্রীর গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ছেলেটি পালিয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ধাওয়া করে। রাস্তাতেই তাকে ধরে ফেলে খুটিতে বেঁধে মারধর করা হয়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Apr 22, 2025 11:57 IST
SSC protest Kolkata Live Updates: বিয়ের পর সস্ত্রীক দক্ষিণেশ্বরে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ
বিয়ের পর সস্ত্রীক দক্ষিণেশ্বরে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। আজ মঙ্গলবার সকাল সকাল মন্দিরে এসে পুজো দেন নববিবাহিত দম্পতি। দেবীর কাছে বাংলার মানুষের মঙ্গল কামনা বিজেপি নেতার। 'বাংলায় বিজেপিকে লড়াইয়ের বার্তা এবং বর্তমান সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাতের ডাক স্ত্রী রিঙ্কু মজুমদারের।
-
Apr 22, 2025 11:54 IST
SSC protest Kolkata Live Updates: জগদ্দলে বাড়ি ভেঙে মৃত তরুণী
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। জগদ্দলে বাড়ির ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে বছর একুশের এক তরুণীর। আহত আরও এক। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
Apr 22, 2025 11:49 IST
SSC protest Kolkata Live Updates: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার ৬
মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার ৬। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি। ওয়াকফ হিংসায় খুন হতে হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সেই খুনের ঘটনায় এরা জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। ধৃতদের আজ জঙ্গিপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
-
Apr 22, 2025 11:46 IST
SSC protest Kolkata Live Updates: প্রবল গরমে এবার অসুস্থ হলেন এক যোগ্য চাকরিহারা
সারারাত জারি ছিল আন্দোলন। প্রবল গরমে এবার অসুস্থ হলেন এক যোগ্য চাকরিহারা। সঙ্গে সঙ্গেই তাকে ওআরএস খাওয়ানো হয়। ছুটে আসেন চিকিৎসক তমোনাশ ঘোষ। মাপা হয় ওই মহিলার পালস রেট, ব্লাড প্রেসার। চিকিৎসকরা জানিয়েছেন, শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। পর্যাপ্ত জলও নেই। ওনারা পানীয় জল সেভাবে পান করতে পারছেন না। এখানে সমস্ত বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। শরীরে ডিহাইড্রেশন দেখা দিয়েছে'।
-
Apr 22, 2025 11:01 IST
SSC protest Kolkata Live Updates: চাকরি হারাদের পাশে আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা
চাকরি হারাদের পাশে আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। গতকাল রাতে খাবারের পর আজ সকালে প্রবল গরমে যাতে কোন ভাবেই তারা অসুস্থ না হয়ে পড়েন তার জন্য ওআরএস জলের ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের। সেই সঙ্গে যোগ্য চাকরিহারাদের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
-
Apr 22, 2025 10:57 IST
SSC protest Kolkata Live Updates: স্যুটকেসের ভিতর থেকে মিলল মহিলার দেহ
ট্রলি ব্যাগের পর এবার স্যুটকেস। বাগুইআটিতে সাত সকালেই উদ্ধার মহিলার মৃতদেহ। স্যুটকেসের ভিতর উদ্ধার করা হয়েছে তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ। কীভাবে। কোথায় খুন? খতিয়ে দেখতে ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ।
-
Apr 22, 2025 10:13 IST
SSC protest Kolkata Live Updates: কী জানাল SSC?
সোমবার বিকেলে আন্দোলনকারী শিক্ষকদের একটি ১৩ সদস্যের প্রতিনিধিদল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে দীর্ঘ বৈঠক করেন। তবে বৈঠকের পর শিক্ষকদের দাবি, এসএসসি কর্তৃপক্ষ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নিয়ে স্পষ্ট বার্তা দেননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। আন্দোলনকারীরা চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। এর মাঝেই এসএসসি চেয়ারম্যান জানান, তালিকা প্রকাশ নিয়ে তিনি আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন এবং এই মুহূর্তে তিনি এই নিয়ে কোন মন্তব্য করতে করবেন না। একইসাথে, তিনি শিক্ষকদের "ধৈর্য্য না হারানোর" আহ্বান জানান।
-
Apr 22, 2025 10:12 IST
SSC protest Kolkata Live Updates: কী জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, তাঁরা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই। আন্দোলনের কোন মানেই নেই। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য-অযোগ্যের তালিকা দিতে। তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তাই এত অধৈর্য হলে চলবে না। এসএসসি আগেই জানিয়েছিল আইনি পরামর্শ নিয়ে তালিকা প্রকাশ করবে । যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে।”
-
Apr 22, 2025 10:12 IST
SSC protest Kolkata Live Updates: আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আজ মহাসমাবেশ
গতকাল থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আসরে নেমেছে চাকরিহারারা। আজ ডাক দেওয়া হয়েছে মহাসমাবেশের। আজ এসএসসি ভবন থেকে করুনাময়ী পর্যন্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা পুলিশের। দুপুর ১টায় মিছিলে ও বাড়তি নিরাপত্তা পুলিশের। বাইরে থেকে থেকে বহিরাগত ঢুকে প্ররোচনা দিয়ে অশান্তির পরিবেশ না তৈরি করতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। ১৫ জনের বেশি ডিসি পদমর্যাদা আধিকারিককে গোটা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ২৫ জন ইন্সপেক্টর পদমর্যাদার অধিকারিককে জায়গায় জায়গায় পরিস্থিতি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। লাঠিধারী পুলিশ, টিয়ার গ্যাসের সেল, বাড়তি মহিলা পুলিশ আন্দোলনস্থলে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্যামেরার মাধ্যমে থাকছে নজরদারি।
-
Apr 22, 2025 10:11 IST
SSC protest Kolkata Live Updates: পুরোটাও ভাওতাবাজি, গর্জে উঠলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
চাকরিহারাদের পাশে থাকা বার্তা দিয়ে রাস্তা না ছাড়ার আবেদন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি এবিপি আনন্দকে ফোনে বলেন, "সুপ্রিম কোর্টের নাম করে যোগ্যদের তালিকা প্রকাশ করা এড়িয়ে যেতে চাইছে এসএসএসি। ব্র্যাত্য বাবু যা বলেছেন বা এসএসসি যা বলেছে তা চোখে ধুলো দিয়ে করার একটা প্রচেষ্টা। আমি আপনাদের বলছি আপনারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন শান্তি বজায় রেখে সেভাবে আন্দোলন চালিয়ে যান। আমি ব্র্যাত্য বাবুর বক্তব্য শুনেছি। যোগ্যদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম রায়ের কোন সম্পর্ক নেই। স্বচ্ছতার দাবি তুলতেই পারেন সাধারণ মানুষ । অনেক আগেই SSC-এর এই তালিকা প্রকাশ করা উচিত ছিল। সুপ্রিম কোর্ট কোথায় বলেছে তালিকা বের করতে পারবে না ?'