Advertisment

Abhijit Ganguly-Mamata Banerjee: পদত্যাগের তোড়জোড় করছেন মমতা! কারণ জানিয়ে শোরগোল ফেললেন অভিজিৎ

Abhijit Ganguly on Mamata Banerjee: পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই দাবি তুলে শোরগোল ফেলে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবিবার তমলুকের সভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। চুরির রানি বলেও তাঁকে কটাক্ষ করেন অভিজিৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Ganguly, Lok Sabha Elections 2024

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে চাকরিপ্রার্থীদের ভগবানে পরিণত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Abhijit Ganguly on Mamata Banerjee: পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই দাবি তুলে শোরগোল ফেলে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবিবার তমলুকের সভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। চুরির রানি বলেও তাঁকে কটাক্ষ করেন অভিজিৎ।

Advertisment

এদিন তমলুকে অভিজিতের সমর্থনে জোড়া সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে অভিজিৎ বলেন, 'তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন অন্ন-বস্ত্র-বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলি কোথায়? আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বাংলায় ৪২টি আসনের মধ্যে ২৫টি আসন পেতে চলেছে। আমাদের কাছে এও খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ, ওঁর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। চুরির রানি হিসেবে পরিচিত হয়েই গেছেন। তাই বদল করতেই হবে।'

উল্লেখ্য, শুক্রবার উত্তরবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। তিন আসনে কী ফল হতে চলেছে তা নিয়ে এদিন সভা থেকে শুভেন্দু ভবিষ্যদ্বাণী করেছেন। বলেছেন, 'রাষ্ট্রবাদীরা ৩, চোরেরা শূন্য। আমি লিখে দিচ্ছি গতবার নিশীথ প্রামাণিক ৫৪ হাজার ভোটে জিতেছিলেন, এবার ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে জিতবেন। জলপাইগুড়ির মার্জিন বাড়বে। মনোজ টিগ্গা কত ভোটে জিতবে কেউ জানে না। ওটা ৪ লাখে গিয়ে থামতে পারে।'

আরও পড়ুন Adhir Chowdhury: বহরমপুরে হারলে কী করবেন, চ্যালেঞ্জ নিয়ে বড় কথা অধীরের, মমতাকে ‘পাল্টিকুমারী’ কটাক্ষ

প্রসঙ্গত, কোচবিহারে গত ১৯ তারিখ ভোটপর্ব মিটতেই আগাম ‘বিজয় মিছিল’ করেছিল তৃণমূল ও বিজেপি। চলে মিষ্টিমুখের পালা, অনেকে আগেভাগে মেতে ওঠেন আবির খেলায়। ভোট গণনার আগেই তাঁদের জয় হয়ে গিয়েছে বলে দাবি করে উচ্ছ্বাসে ভেসে পড়তে থাকে জোডা়ফুল শিবির। উল্টোদিকে বাদ যায়নি বিজেপিও।

Abhijit Ganguly West Bengal bjp tmc Mamata Banerjee
Advertisment