চলছে বহু চর্চিত কংগ্রেসের সভাপতি নির্বাচন। লড়াই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে শশী থারুরের। এঁদের মধ্যেই একজনকে সমর্থনের জন্য টুইট করে বিতর্ক বাড়ালেন তৃণমূল নেতা। যা নিয়ে জোড়া-ফুলেও আলোড়ন পড়েছে।
প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় সোমবার সকালে একটি টুইট করেছেন। সেখানে লেখা, 'আজ, জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। খাড়গেজিকে নির্বাচনের জন্য আমি কংগ্রেসের সব ভোটারদের প্রতি আহ্বান জানাই। খাড়গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। উনি লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।'
একুশে তৃণমূলের বাংলা জয়ের হ্যাটট্রিকের পর সেই বছর জুলাইতে হাত শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জোড়া-ফুলে যোগ দেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সেই সময় কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছিলেন প্রণব-পুত্র। বলেছিলেন, 'বাংলার পুরনো কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আসল কংগ্রেস বলে মনে করেন।' দাবি করেছিলেন দলনেত্রীর নির্দেশ মেনেই কাজ করবেন তিনি। কিন্তু, গত দেড় বছরের বেশি সময় তৃণমূলের সাংগঠনিক কোনও দায়িত্বে অভিজিৎবাবুকে দেখা যায়নি। এরপরই তাঁর এ দিনের টুইট ঘিরে নানা জল্পনা উঁকি দিতে শুরু করেছে।
আরও পড়ুন- ‘নির্দোষকে ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে’, বিজেপিকে চরম হুঁশিয়ারি মদনের
তৃণমূল সূত্রে খবর, অভিজিৎ মুখোপাধ্যায়ের এহেন টুইটের পর তাঁর সঙ্গে কথা বলেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর ব্যাখ্যা, 'অভিজিৎবাবু তৃণমূলের একনিষ্ঠ কর্মী। উনি তৃণমূলেই রয়েছেন। ওনাকে নিয়ে কোনও সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের শীর্ষ নেত্রী হিসাবে দেখতে চান। তাই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন।' কংগ্রেসের সভাপতি ভোট নিয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই বলে জানানো হয়েছে।