Advertisment

CBI দফতরে হাজিরা দিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ

কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
abhisek banerjee cbi interogation update

সিবিআই দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের শীর্ষ নেতা। তবে এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন ফাইল তৃণমূল সাংসদের। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা।

Advertisment

শনিবার নির্ধারিত সময়েই কলকাতার নিজাম প্যালেসে পৌঁচে যান অভিষেক। তাঁকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের দুঁদে অফিসারদের। নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম সিবিআই জিজ্ঞাসাবাদ তৃণমূল সাংসদকে। শুক্রবারই অভিষেককে সমন পাছিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার নির্ধারিত সময়েই সিবিআই দফতরে হাজিরা তৃণমূল নেতার।

আরও পড়ুন- ‘কোটি কোটি ভারতবাসীর সঙ্গে ধোঁকা’, ২ হাজারের নোট বাতিল নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী

এর আগে কলকাতা হাইকোর্টর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অভিষেকের সেই আবেদনে কান পাতেনি। সুতরাং, তাঁর কাছে সিবিআই বা ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে আইনি রক্ষাকবচ ছিল না। এরই মধ্যে সিবিআই শুক্রবার বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন নোটিশ পাঠিয়ে দেয়। শনিবার সকালে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়। কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্ত সংস্থার। তবে এবার হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা।

আরও পড়ুন- ধনুকভাঙা পণ আর হার না মানা লড়াই! পায়ে লিখেই মাধ্যমিকে ইতিহাস গড়ল জগন্নাথ!

এদিকে, অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনেই শনিবার সকালে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে ইডির তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে বেহালার একটি কনসালটেন্সি ফার্মেও। যা নিয়েও জোর জল্পনা ছড়িয়েছে। অভিষেককে জিজ্ঞাসাবাদের সঙ্গে এই তল্লাশির যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে চর্চা বাড়ছে।

abhishek banerjee West Bengal WB SSC Scam cbi Kuntal Ghosh ED Recruitment Scam
Advertisment