পঞ্চায়েত নির্বাচনের আগে দলের তৃণমূল-স্তর পর্যন্ত পৌঁছে যেতে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি হাতে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে এই সফর শুরু হয়ে এখন তা চলছে দক্ষিণবঙ্গে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকালেই একাধিক জেলায় জোড়াফুল শিবির ছাড়ার ঘটনা সামনে আসছে। এর আগে কোচবিহার, জলপাইগুডিতে সেই ছবি দেখা গিয়েছে। পরবর্তী সময়ে মুর্শিদাবাদ ও মালদহ জেলাতেও একই ছবি সামনে এসেছে। এবার অভিষেক বন্দ্যেপাধ্যায় জেলা সফরে থাকাকালীন তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার প্রবণতা বীরভূমেও। স্বাভাবিকভাবেই দলের কর্মীদের একাংশের এই মনোভাব চিন্তা বাড়িয়েছে জোড়াফুলে। পরস্থিতি ঠিক কী? বুঝে নিতে চাইছেন অভিষেক নিজেও। বীরভূম ছাড়ার আগে আজই দলের জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
একের পর ক দুর্নীতির অভিযোগে নাম জড়ানোয় রাজ্যের শাসকদলের নেতাদের একাংশের প্রতি জনগণের একটি বড় অংশের মান-অভিমান-ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যে প্রবণতায় বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সুকৌশলেই তাই 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি হাতে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে একদিকে দলের একেবারে নীচুতলার কর্মীদের মন যেমন পড়ার চেষ্টা চলছে, ঠিক তেমনই গ্রাম বাংলার সাধারণ মানুষের মধ্যে শাসদকদল তৃণমূল সম্পর্কে উৎসাহ এখনও কোনও স্তরে রয়েছে সেব্যাপারেও খানিকটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছে জোড়াফুলের শীর্ষ ব্রিগেড।
তবে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে খানিকটা হলেও ধাক্কা আসছে। পঞ্চায়েতের তিনটি স্তরে দলের একেবারে নীচতুলার কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ কাদের তৃণমূলের প্রার্থী হিসেবে দেখতে চান, সেব্যাপারে গোপন ব্যালটে ভোট নেওয়া চলছে। তবে প্রায় প্রতিটি জায়গাায় এই কর্মসূচি ঘিরে তুলকালাম অশান্তি চলছে। অভিষেক সভা ছাড়তেই মারধর-ব্যালট ছিনতাই থেকে শুরু করে সংঘর্ষে পর্যন্ত জড়াতে দেখা যাচ্ছে তৃণমূলেরই বিভিন্ন গোষ্ঠীকে।
আরও পড়ুন- বিদ্যুৎ গতিতে আছড়ে পড়বে ভয়াল ঘূর্ণিঝড় ‘মোকা’! আজ থেকেই আবহাওয়ায় ‘তুলকালাম’ বদল!
যা নিয়ে জোড়াফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। যদিও শাসকদল অবশ্য বিরোধীদের এই টিপ্পনিতে বিশেষ কর্ণপাত করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার দলের বিশৃঙ্খল কর্মীদের প্রতি কড়া বার্তা দিলেও কাজের কাজ যে বিশেষ কিছু হচ্ছে না তা কোচিবহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের বিভিন্ন প্রান্তে একের এক ব্যালট-বিশৃঙ্খলার ঘটনাতেই প্রমাণ হচ্ছে।
গোদের উপর বিষফোঁড়ার মোতা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর কালেই তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানের ঘটনাও সামনে আসছে। এর আগে কোচবিহারে তিনি যখন ছিলেন সেই সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের একটি প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। পরে দক্ষিণবঙ্গে ঢোকার পর মুর্শিদাবাদ ও মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির পরপরই শাসকদল ছেড়ে কংগ্রেস, সিপিএমে যোগদানের খবর সামনে এসেছে।
আরও পড়ুন- ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স, আমলাদের ভাবতে বললেন মুখ্যমন্ত্রী মমতা
এবার সেই তালিকায় নবতম সংযোজন অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম। দিন কয়েক বীরভূমের বেশ কিছু এলাকা ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই সফরের মাঝেই বীরভূমের সিউড়ি, নানুরে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানের ঘটনা সামনে এসেছে। অভিষেকে কানে গিয়েছে সেকথা। এরপরেই দলের জেলার নেতাদের নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা নেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে গারদের পিছনে দিন কাটাচ্ছেন। যদিও এখনও কেষ্টকেই বীরভূমের দায়িত্বে রেখে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
তবে কেষ্টহীন বীরভূমে দলের রাশ যে একটু একটু করে আলগা হতে শুরু করেছে তা বিলক্ষণ টের পেতে শুরু করেছে জোড়াফুলের শীর্ষ শিবির। সেই কারণেই শুক্রবার দুপুরে বীরভূমের নানুরে 'তৃণমূলে নবজোয়ার' ক্যাম্পেই দলের জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়। কেষ্ট-হীন বীরভূমে দল পরিচালনার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের কৌশল নিয়েও আলোচনা করবেন অভিষেক। রাজনৈতিক দিক থেকে বীরভূমে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুক্রবারই বীরভূম ছেড়ে পূর্ব বর্ধমানে রওনা দেবেন অভিষেক। বিকেলে কেতুগ্রামে সভা তৃণমূল নেতার। পরে কাটোয়ার রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পর কাটোয়াতেই অভিষেকের রোড শো। সন্ধেয় পূর্বস্থলীতে রোড শো অভিষেকের। আজ রাতটা পূর্বস্থলীর ক্যাম্পেই কাটাবেন তৃণমূল নেতা।