কবে হবে বাংলায় বিজেপির বিসর্জন? একাদশীতেই দিণক্ষণ জানিয়ে দিলেন অভিষেক

“বিসর্জন হবে, তবে তা বাংলা ও বাংলার মানুষের নয়; জমিদার আর বিজেপির ”, মমতার সুরেই ডিভিসিকে বিঁধে বিজেপিকে নিশানা অভিষেকের।

“বিসর্জন হবে, তবে তা বাংলা ও বাংলার মানুষের নয়; জমিদার আর বিজেপির ”, মমতার সুরেই ডিভিসিকে বিঁধে বিজেপিকে নিশানা অভিষেকের।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

মমতার সুরেই ডিভিসিকে বিঁধে বিজেপিকে নিশানা অভিষেকের।

“বিসর্জন হবে, তবে তা বাংলা ও বাংলার মানুষের নয়; জমিদার আর বিজেপির”, মমতার সুরেই ডিভিসিকে বিঁধে বিজেপিকে নিশানা অভিষেকের। 

Advertisment

বিজয়া দশমী কাটতে না কাটতেই সরগরম রাজ্য-রাজনীতি। সামনেই বিধানসভা ভোট। ঠিক তার আগে ম্যান-মেড বন্যার তত্ত্বকে খাঁড়া করে বিজেপিকে তুলোধোনা মমতা-অভিষেকের।

রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এ নিয়েই এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের দিনেও রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি। ভয়ঙ্কর আক্রমণ শানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। আর তার মাত্র কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর সুরেই ডিভিসিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। তাঁর মুখে ম্যান মেড বন্যার তত্ত্ব। 

Advertisment

জল ছাড়া নিয়ে মমতার পর ডিভিসিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, 'দুর্গাপূজার সময় বাংলাকে ক্ষতিগ্রস্ত করতে প্রতিবছরই ‘ম্যান-মেড’ বন্যা ঘটানো হয়'। তিনি অভিযোগ করেন, “এই মনুষ্য সৃষ্ট  দুর্যোগের জন্য দায়ি ডিভিসি। সামনেই বিধানসভা ভোট তার আগে ইচ্ছাকৃত ভাবে বাংলাকে ডোবানোর চক্রান্তের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।  

'দুর্গাপূজার সময়ও বাংলার মানুষকে রেহাই দিচ্ছে না', এই অভিযোগ তুলে অভিষেক এদিন ডিভিসিকে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন,  ডিভিসি রাজ্য সরকারের সঙ্গে কোনো সমন্বয় বা রাজ্যকে না জানিয়েই বিপর্যয় সৃষ্টি করতেই জল ছাড়ছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করারও প্রয়োজন মনে করেনি ডিভিসি"।  

অভিষেক আরও বলেন, “ওরা বাংলাকে বঞ্চিত করতে চায়। বাংলাকে ডোবাতে চায়। বাংলার মানুষ বিজেপিকে ভোট দেননি বলেই ওরা বাংলাকে ডোবানোর চেষ্টা করছে। বিসর্জন হবে, কিন্তু তা বাংলার মানুষের  নয়; হবে জমিদার ও বিজেপির।” যেভাবে ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির এই প্রতিহিংসামূলক আচরণের জবাব দিয়েছিল, একইভাবে আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপিকে বিসর্জন দিয়ে এই বঞ্চনার জবাব দেবে বাংলা"।  

আরও পড়ুন-'রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না', জল ছাড়া নিয়ে ডিভিসিকে বেনজির নিশানা মমতার

abhishek banerjee