'রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না', জল ছাড়া নিয়ে ডিভিসিকে বেনজির নিশানা মমতার

রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এ নিয়েই এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের দিনে রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি। তীব্র আক্রমণ শানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।

রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এ নিয়েই এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের দিনে রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি। তীব্র আক্রমণ শানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ডিভিসির বিরুদ্ধে 'বেপোরোয়া' কাজের অভিযোগ মুখ্যমন্ত্রীর

রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এ নিয়েই এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের দিনে রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি। তীব্র আক্রমণ শানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। ডিভিসি র বিরুদ্ধে 'বেপোরোয়া' কাজের অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগাম নোটিশ ছাড়াই বিপুল পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। আর এনিয়েই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ডিভিসি-র এই পদক্ষেপকে 'বেপরোয়া' বলে অভিহিত করেছেন। 

Advertisment

দুর্গাপুজো শেষ হতে না হতেই রাজ্যজুড়ে ফের নিন্মচাপ দানা বেঁধেছে। ফের নতুন করে নিন্মচাপে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এর মাঝেই  দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) আগাম নোটিশ ছাড়াই ৭০,০০০  কিউসেক জল ছেড়ে  দেওয়ায় রাজ্যের পরিস্থিতি আরও জটিল হয়েছে।  বঙ্গোপসাগরের উপর তৈরি গভীর নিম্নচাপের জেরে ইতিমধ্যেই প্রবল বৃষ্টির সম্মুখীন হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পাশাপাশি আগামীকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে প্রবল বৃষ্টির চরম সতর্কতা।  তার মাঝেই এই পদক্ষেপে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে।

আরও পড়ুন- বাড়ির উঠোনেই ওঁত পেতে ছিল চরম বিপদ! অজান্তের স্পর্শে মর্মান্তিক মৃত্যু মহিলার

Advertisment

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ইতিমধ্যে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভুটান থেকে আসা অতিরিক্ত জলের স্রোতও পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে প্রশাসনের সতর্কবার্তা।

ডিভিসির এই অঘোষিত জলছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে “বেপরোয়া ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজয়া দশমীর মতো আনন্দের দিনে বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে চাইলেও এই পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন-শারদোৎসবের আবহে বিধ্বংসী টর্নেডোর তাণ্ডব! উড়ে গেল পুজোমণ্ডপ, তছনছ এলাকা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মনুষ্যসৃষ্ট সংকট। আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের ক্ষতি করার প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। মিথ্যার ওপর সত্য এবং মন্দের ওপর শুভশক্তির জয় হবেই।”এদিকে রাজ্য সরকার বন্যাপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করেছে। জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ জারি করা হয়েছে। 

mamata DVC