/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Abhishek-Banerjee-2.jpg)
TMC Mp Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Terror attack in Jammu & Kashmir: আবারও মোদী সরকারকে তুলোধোনা সর্বভারতীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবান তৃণমূল সাংসদদের। এক্স হ্যান্ডলে পোস্ট করে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পাঁচটি প্রশ্ন তুলেছেন তিনি।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পর কেটে গিয়েছে ৫৫টি দিন। হামলাকারী কোনও জঙ্গিকেই এখনও গ্রেফতার করা যায়নি কিংবা তাদের কোনও খোঁজও মেলেনি। পহেলগাঁও ইস্যুতে তৃণমূল-সহ BJP বিরোধী একাধিক রাজনৈতিক দল বিশেষ অধিবেশন চেয়েছিল সংসদে। যদিও বিরোধীদের সেই দাবিকে মান্যতা দেয়নি কেন্দ্রের মোদী সরকার। বাদল অধিবেশনেই এরপর এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়। তবে কেন্দ্রের এই জবাবে সন্তুষ্ট নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশ্যে এবার পাঁচটি প্রশ্ন তুলেছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, "পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৫৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে গণতন্ত্রে মূলধারার গণমাধ্যম, বিরোধী দলের সদস্যরা, অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারের সামনে এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে এগিয়ে আসেনি। তবে, জাতির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজন নাগরিক এবং জবাবদিহিতার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসেবে, আমি ভারত সরকারের সামনে এই পাঁচটি প্রশ্ন উত্থাপন করছি:
সীমান্ত লঙ্ঘন এবং বেসামরিক হতাহতের ঘটনা:
১. চারজন জঙ্গি কীভাবে সীমান্তে অনুপ্রবেশ করে ২৬ জন নিরীহ নাগরিককে খুন করতে সক্ষম হয়েছিল? জাতীয় নিরাপত্তার এই বিশাল লঙ্ঘনের দায় কোথায়?
গোয়েন্দা ব্যর্থতা এবং IB প্রধানের মেয়াদ বৃদ্ধি:
২. যদি এটি একটি গোয়েন্দা ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কেন গোয়েন্দা ব্যুরো প্রধানকে ১ বছরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, তাও আক্রমণের মাত্র এক মাস পরে? কেন তাকে জবাবদিহি করার পরিবর্তে পুরস্কৃত করা হয়েছিল? বাধ্যবাধকতা কী?
যদি ভারত সরকার বিরোধী নেতাদের (আমি-সহ), সাংবাদিক এবং এমনকী বিচারকদের বিরুদ্ধে PEGASUS স্পাইওয়্যার সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গি নেটওয়ার্ক এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে একই সরঞ্জাম ব্যবহার করতে তাদের বাধা কী?
আরও পড়ুন- Digha Jagannath Temple: রথের আগে সেজে উঠেছে দিঘা, জগন্নাথ মন্দিরে শুরু ভোগ বিতরণ
জঙ্গিদের অবস্থা:
৩. এই নৃশংস, ধর্মভিত্তিক হত্যাকাণ্ডের জন্য দায়ী চার জঙ্গি কোথায়? তারা কি মৃত, না জীবিত? যদি তাদের নিষ্ক্রিয় করা হয়ে থাকে, তাহলে সরকার কেন স্পষ্ট বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে? আর যদি না থাকে, তাহলে কেন নীরবতা?
ভারত কখন পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর (PoJK) পুনরুদ্ধার করবে?
৪. কেন সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির জবাব দেয়নি যে তিনি বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন - ঠিক যেমন দেশ জাতি, ধর্ম এবং রাজনৈতিক সম্প্রীতি নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল, ন্যায়ের বিজয় উদযাপন করছিল এবং আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগকে অভিবাদন জানাচ্ছিল, কেন ১৪০ কোটি ভারতীয়ের আবেগকে অবহেলা করা হয়েছিল? এই ধরনের আপস কেন হয়েছিল?
আরও পড়ুন- deportation: ভিনরাজ্যে আটক মুর্শিদাবাদের যুবক, সটান পাঠানো হল বাংলাদেশে
বিশ্বব্যাপী কূটনীতি এবং ভণ্ডামি:
৫. পহেলগাঁও হামলার পর গত এক মাসে ৩৩টি দেশের সাথে যোগাযোগ করার পর, কতজন ভারতকে স্পষ্ট সমর্থন জানিয়েছে?
যদি আমরা সত্যিই বিশ্বগুরু এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হই, তাহলে পহেলগাঁও হামলার পরপরই কেন আইএমএফ এবং বিশ্বব্যাংক পাকিস্তানকে ১ বিলিয়ন এবং ৪০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনুমোদন করল? সীমান্ত সন্ত্রাসবাদে বারবার জড়িত একটি দেশ কীভাবে কেবল বিশ্বব্যাপী নজরদারি এড়াতে পারেনি, বরং পুরস্কৃতও হয়েছিল?
It has been over 55 DAYS since the PAHALGAM terror attack. It is deeply concerning that in a democracy neither the mainstream media, members of the opposition, nor the judiciary has stepped forward to raise these five critical questions before the Government of India. However, as…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 16, 2025
এবং আরও আশ্চর্যজনকভাবে, মাত্র এক মাস পরেই কেন পাকিস্তানকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির ভাইস-চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল?
বিঃদ্রঃ গত ১০ বছরে বৈদেশিক বিষয়ে ২০,০০০,০০০০০০০০০ (দুই লক্ষ কোটি টাকা) এরও বেশি ব্যয় করা হয়েছে। ভারতীয় জনগণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ফলাফলের দাবিদার - নীরবতা এবং ঘোরাঘুরি নয়! দেশ একটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে!"