Advertisment

Abhishek Banerjee: কবে থেকে আবাসের টাকা আর ঘাটাল মাস্টারপ্ল্যান, দিনক্ষণ জানালেন অভিষেক, দিলেন শর্তও

Abhishek Banerjee Ghatal Master Plan: এদিন অভিষেক দাবি করেন, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর কাছে এসেছিলেন। তাঁর কাছে ভিডিও প্রমাণও রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন অভিষেক। কেন দেবকে ঘাটালের মানুষ ভোট দেবেন এবং হিরণকে দেবেন না তা-ও বিস্তারিত বলেছেন অভিষেক।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee Ghatal Master Plan

Abhishek Banerjee Ghatal Master Plan: ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে রোড শো করতে গিয়ে দুটি বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee Ghatal Master Plan: ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে রোড শো করতে গিয়ে দুটি বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রথম ঘোষণা হল আবাস যোজনার টাকা নিয়ে। এবং দ্বিতীয়টি ঘাটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত। এই দুই ঘোষণায় ঘাটালে প্রচার জমিয়ে দিলেন অভিষেক।

Advertisment

রবিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেছেন, যে যে বিধানসভায়, 'পঞ্চায়েতে বা পুরসভায় আপনারা তৃণমূলের হাত শক্ত করবেন, সেখানে সেখানে ডিসেম্বরে আবাসের টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছবে।' আর ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বলেছেন, 'এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ শুধু ঘোষণা নয়, হাতেকলমে শুরু করে দেবে তৃণমূল সরকার।'

এদিন ঘাটালে দেবের সমর্থনে রোড শো করে অভিষেক। পরে বক্তৃতায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দেবকে পাশে নিয়ে বলেছেন, ঘাটালের মাস্টারপ্ল্যান তিনি করে দেবেন। আমি বলে যাচ্ছি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা ওই প্ল্যানের কাজও শুরু করে দেব। আমি কথা দিয়ে গেলাম। আর আমি কথা দিলে রাখি।'

আরও পড়ুন Mamata Banerjee: ‘ওরা দাঙ্গা করবে’, তারিখ উল্লেখ করে কাঁপানো আশঙ্কা তৃণমূলনেত্রীর!

আবাস যোজনা নিয়ে তিনি বলেন, 'রাজ্য সরকার এবছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।' তিনি বলেন, 'আমি কথা দিয়ে গেলাম, যে যে এলাকায় যে সমস্ত বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভায়, যেখানেই আপনারা আমাদের হাত শক্ত করবেন সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তির টাকা।'

এদিন অভিষেক দাবি করেন, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর কাছে এসেছিলেন। তাঁর কাছে ভিডিও প্রমাণও রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন অভিষেক। কেন দেবকে ঘাটালের মানুষ ভোট দেবেন এবং হিরণকে দেবেন না তা-ও বিস্তারিত বলেছেন অভিষেক।

abhishek banerjee West Bengal Dev tmc bjp loksabha election 2024 Ghatal Hiran Chatterjee
Advertisment