Abhishek Banerjee: 'সন্ত্রাসের পাগলা কুকুর লালন করছে পাকিস্তান', টোকিও-র মাটিতে ইসলামাবাদকে ধুয়ে দিলেন অভিষেক

Pakistan Terrorism: দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রতিটি ক্ষেত্রেই বর্বরোচিত এইসব হামলা নিয়ে পাকিস্তানের হাতে গুচ্ছ গুচ্ছ প্রমাণ-তথ্য তুলে দিয়েছে ভারত। জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ।

Pakistan Terrorism: দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রতিটি ক্ষেত্রেই বর্বরোচিত এইসব হামলা নিয়ে পাকিস্তানের হাতে গুচ্ছ গুচ্ছ প্রমাণ-তথ্য তুলে দিয়েছে ভারত। জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee  ,Pakistan  Terrorism,  Pakistan-occupied Kashmir (PoK),  Pahalgam attack  ,Surgical strike  ,Retaliation  Cross-border terrorism  ,Intelligence failure  ,Central government,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,পাকিস্তান  ,সন্ত্রাসবাদ  ,পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)  ,পহেলগাঁও হামলা  ,সার্জিক্যাল স্ট্রাইক,  উচিত শিক্ষা,  জঙ্গি হামলা  ,কেন্দ্রীয় সরকার  ,গোয়েন্দা ব্যর্থতা  ,সীমান্ত সন্ত্রাস,টোকিও,Tokyo,japan,জাপান,Operation Sindoor,অপারেশন সিঁদুর

Abhishek Banerjee: টোকিওয় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Pakistan Terrorism: গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিতে এবার জোরদার তৎপরতা নিয়েছে ভারত। দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। যার সাম্প্রতিকতম বর্বরোচিত নিদর্শন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এরপরেই পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। পাকিস্তানের জঙ্গিপনা গোটা বিশ্বকে জানাতে সর্বভারতীয় প্রতিনিধি দলও তৈরি করেছে কেন্দ্র। তার একটি দল এই মুহূর্তে রয়েছে জাপানে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই দলে। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে টোকিওর মাটিতে গর্জে উঠলেন তরুণ সাংসদ অভিষেক।

Advertisment

সন্ত্রাসবাদের পাগলা কুকুর লালন করছে পাকিস্তান, ইসলামবাদের মুখোশ এভাবেই টোকিওর মাটিতে টেনে খুলে দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়," ভারত কখনই মাথা নত করবে না। সেই বার্তা পৌঁছে দিতেই আমরা এসেছি। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকেই লালন করছে। গোটা বিশ্বকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতেই হবে। না হলে ওই লালন পালনকারী আরও অনেক পাগলা কুকুরের জন্ম দেবে। ভারতবর্ষ তাদের শিক্ষা দিতে দায়বদ্ধ।"

পহেলগাঁওয়ে হামলা ও তারপরে পাক ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট ছিল। আমরা ন্যায় বিচারের আশায় দুই সপ্তাহ ধরে অপেক্ষা করেছিলাম। কিন্তু যখন সেই আশায় বিশ্বাসঘাতকতা করা হল, তখন ভারত নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানায়। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে। একজন সাধারণ নাগরিকেরও কোনও ক্ষতি হয়নি। এটাই ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে।"

আরও পড়ুন- Kolkata News Live Update:দিল্লিতে আজ মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক, যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisment

During our interaction with the Indian community in Tokyo as part of the All-Party Parliamentary Delegation, I had the opportunity to present my views as a proud Indian. India’s response to the Pahalgam terror attack was guided by clarity, conviction, and a deep sense of responsibility. We waited for two weeks hoping for accountability and justice. But when that hope was betrayed, India responded with precision. Our air strikes were targeted, precise, and non-escalatory. Nine terror infrastructures were neutralised without a single civilian casualty. This reflects our national character: firm in resolve, honourable in action. Political ideologies may differ, but when it comes to the nation, there is no Opposition or Treasury. We stand together in grief and in resolve. I urged the Indian diaspora to not only mourn the tragedy of the Pahalgam terror attack but to discuss it in their communities because awareness is the first step toward justice. No one chooses their neighbours. But we can choose to stand strong, stay united, and speak the truth, backed by proof. That is the India I believe in, and the India we all serve. Jai Hind!

Posted by Abhishek Banerjee on Friday, May 23, 2025

এরই পাশাপাশি টোকিওয় বসবাসকারী ভারতীয়দের কাছে আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন," প্রবাসীদের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ট্র্যজেডির জন্য শোক প্রকাশের জন্য নয় বরং তাদের সম্প্রদায়ের মধ্যে এটি নিয়ে আলোচনার জন্য অনুরোধ করছি। কেউ তাদের প্রতিবেশি বেছে নেন না। তবে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে, ঐক্যবদ্ধ থাকতে এবং প্রমাণের সমর্থনে সত্য বলতে পারি, এটাই সেই ভারত যার উপর আমি বিশ্বাস করি।"

আরও পড়ুন- Kolkata Metro: যাত্রী স্বার্থে যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! বাম্পার সুবিধায় প্রশংসার বন্যা

abhishek banerjee india pakistan pakistan pahalgam terror attack