Kolkata News Highlights:কলকাতার নাকের ডগায় নৃশংস খুন, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

West Bengal News Highlights: রাজ্য, দেশ এমনকী বিদেশেরও রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News Highlights: রাজ্য, দেশ এমনকী বিদেশেরও রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Murder

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Highlights:দাদা-ভাইয়ে বিবাদ থেকে মারামারি। শেষমেশ প্রাণ খোয়াতে হল ভাইকে। নিউ টাউনের আকন্দ কিশোরী এলাকার ঘটনা। আম পাড়া নিয়ে দুই ভাইয়ের বচসা হয়। দাদা প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের উপর। অশান্তি চরমে পৌঁছোয়। ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুশান্ত রায়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযুক্ত প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ জানানো হয়নি। 

Advertisment

চিঠি লিখে, ইমেইল করেও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ মেলেনি। তবে এবার ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারীরা। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদি তাঁদের সঙ্গে কথা না বলেন, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকের বিকাশ ভবনের সামনে একটানা ১৮ দিন ধরে ধরনা-অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যদিও কলকাতা হাইকোর্ট তাঁদের সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় আন্দোলন চালাতে বলেছেন। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বিকাশ ভবনের সামনে থেকে ধরনা তুলেছেন চাকরিহারারা। তবে সাংবাদিকদের চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, অবস্থানের জায়গা বদলালেও আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন।

আরও পড়ুন- WB Assembly Election 2026: '২৬-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকেই, ছুটছেন মমতা থেকে মোদী

OMR শিটে এক নম্বর এবং SSC-এর কাছে এক নম্বর, তাহলে তাঁরা কেন অযোগ্য? এই যুক্তি দেখিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন জানান তাঁরা। সেই সঙ্গে এপ্রিল মাসের বেতন যাতে তাঁদের দেওয়া হয় সেই আবেদনও করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তবে সুপ্রিম কোর্ট গতকাল তাঁদের সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, OMR-এ কারচুপি হয়ে থাকলে  শিক্ষক-শিক্ষিকারা নয়া নিয়োগ পরীক্ষাতেও বসতে পারবেন না এবং বেতনও পাবেন না।

Advertisment

আরও পড়ুন- Kolkata Weather Update today:সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়

আরও পড়ুন- Cyber Crime: বাংলায় ঘাঁটি গেড়ে দিল্লিতে প্রতারণা, ঝাড়খণ্ডের 'জামতাড়া গ্যাং'-এর ৩ পাণ্ডা গ্রেফতার

  • May 24, 2025 18:53 IST

    West Bengal News Live: মোবাইল ফোন ফেরত

    তারাপীঠে মা তারার পুজো দিতে এসে কারও মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল। নয় তো গিয়েছিল হারিয়ে। এমন প্রায় ৩১ টি মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। সেই মোবাইল পুন্যার্থীদের হাতে ফিরিয়ে দিল তারাপীঠ থানার পুলিশ। ওই মোবাইলগুলির অনেকগুলো আবার সুদূর কলকাতা, হাওড়া, হুগলী এমনকি বিহারের পুন্যার্থীদের। রয়েছে মন্দিরের পূজারীর মোবাইলও। খোয়াও যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি সকলেই।



  • May 24, 2025 16:59 IST

    West Bengal News Live:বিশ্ববরেণ্য শিল্পপতির পরিবার দিঘার জগন্নাথধাম দর্শনে

    জমজমাট দিঘার জগন্নাথ ধাম। দিন যত এগোচ্ছে দিঘায় জগন্নাথ ধামের জনপ্রিয়তা ততই যেন বাড়ছে। ফি দিন কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমাচ্ছে মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ভক্তরা। বিদেশিদের মধ্যেও দিঘার জগন্নাথ ধাম নিয়ে আগ্রহ বাড়ছে। সেই সূত্রেই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের নাতি অ্যালফ্রেড ফোর্ড দিঘার এই মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। অ্যালফ্রেড খোঁজ-খবর নিচ্ছিলেন পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথ ধামে কখন, কীভাবে পুজো হয়। পুরীর মতোই প্রতি প্রহরে ভোগ দেওয়া হয় কিনা সেটাও জানতে চেয়েছিলেন তিনি। বিস্তারিত সব জানার পরেই শনিবার অ্যালফ্রেড ফোর্ড সহ ২০ জনের বিদেশিদের একটি দল দিঘার জগন্নাথ ধাম দর্শনে এসেছিলেন।  

    বিস্তারিত পড়ুন- Digha: জমজমাট দিঘা, বিশ্ববরেণ্য শিল্পপতির পরিবার এলেন জগন্নাথ ধাম দর্শনে



  • May 24, 2025 16:38 IST

    West Bengal News Live:ভুট্টার ক্ষেত থেকে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার

    ভুট্টার ক্ষেত থেকে সদ্যোজাত এক শিশুকন্যা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়। শনিবার সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। সদ্যোজাত ওই শিশুকন্যাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই সদ্যজাতের বয়স একদিন। এদিন সকালে কাশিমপুর এলাকার ভুট্টার ক্ষেতে কাজ করতে যান স্থানীয় বাসিন্দা মোমিন শেখ। তাঁর নজরে এই বিষয়টি আসে। ওই সদ্যোজাতের কান্নার আওয়াজ শোনার পর তাকে উদ্ধার করা হয়। মোমিন শেখ জানিয়েছেন, ভুট্টার ক্ষেতের পাশে তার একটি পুকুর রয়েছে। এদিন সেখানেই কাজ করতে গিয়েছিলেন তিনি । তখনই ওই সদ্যোজাতের কান্নাকাটির আওয়াজ তিনি শুনতে পান।



  • May 24, 2025 16:37 IST

    West Bengal News Live:ভিনরাজ্যে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ ফিরল বাড়িতে

    কর্নাটকে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রামের এক শ্রমিকের। দুর্ঘটনার ৫ দিন পর শনিবার দুপুরে কফিনবন্দির দেহ ফিরল মৃত শ্রমিকের। এই ঘটনায় এদিন শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকার জুড়ে শোকে ছায়া নেমে আসে। মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন, অসহায় ওই পরিবারটির পাশে থেকে তাদেরকে সবরকম ভাবে সহযোগিতা করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুলু শেখ (৩২) । গত চার মাস আগে কর্ণাটকের হুবলি এলাকায় বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য গিয়েছিলেন তিনি । গত সোমবার হুবলি এলাকায় বিদ্যুৎ-এর কিছু সামগ্রী নিয়ে একটি ম্যাজিক ভ্যানে করে যাচ্ছিলেন ওই শ্রমিক। সেই সময় পথ দুর্ঘটনায় গাড়ি উল্টেই ঘটনাস্থলে মৃত্যু হয় বুলু শেখের। 



  • May 24, 2025 15:37 IST

    West Bengal News Live:দাদার হাতে ভাই খুন

    দাদা-ভাইয়ে বিবাদ থেকে মারামারি। শেষমেশ প্রাণ খোয়াতে হল ভাইকে। নিউ টাউনের আকন্দ কিশোরী এলাকার ঘটনা। আম পাড়া নিয়ে দুই ভাইয়ের বচসা হয়। দাদা প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের উপর। অশান্তি চরমে পৌঁছোয়। ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুশান্ত রায়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযুক্ত প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ জানানো হয়নি। 



  • May 24, 2025 15:31 IST

    West Bengal News Live:পাক গুপ্তচর গ্রেফতার

    শনিবার গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) সীমান্তবর্তী জেলা কচ্ছ থেকে ২৮ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। গত আট মাসে গুজরাট থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজন গ্রেফতার হল। অভিযুক্ত সহদেবসিংহ দীপুভা গোহিল, যিনি মাতা-না-মাধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত একজন চুক্তিভিত্তিক বহুমুখী স্বাস্থ্যকর্মী (MPH) ছিলেন, তাকে সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত সংবেদনশীল ছবি এবং ভিডিও "অদিতি ভরদ্বাজ" নামে পরিচিত একজন কর্মীর কাছে পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Health worker arrested: শহরে বসেই পাকিস্তানের চরবৃত্তি, রুদ্ধশ্বাস গ্রেফতারি, পালানোর পথই পায়নি সরকারি দফতরের কর্মী



  • May 24, 2025 15:15 IST

    West Bengal News Live:ক্যানিং মহকুমা হাসপাতালে বিক্ষোভ

    ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। গত কয়েকদিনে বেশ কয়েকজন সদ্যজাতর মৃত্যু হয়েছে চিকিৎসকদের গাফিলতির কারণে। দিনের পর দিন চিকিৎসক, নার্সরা রোগী ও তাদের পরিজনদের সাথে খারাপ আচরণ করেন। শনিবার জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতাল পরিদর্শন করতে এলে তাদেরকে দেখে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগী ও তাঁদের পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। স্বাস্থ্য আধিকারিকদের ঘিরে চলে বিক্ষোভ। ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে। শেষ পর্যন্ত ঘটনার তদন্তের আশ্বাস ও রোগীরা যাতে চিকিৎসকদের ভালো ব্যবহার পান ও সঠিক চিকিৎসা পান সেই আশ্বাসের পর ওঠে বিক্ষোভ অবরোধ।



  • May 24, 2025 13:59 IST

    West Bengal News Live:নীতি বৈঠকে নেই মমতা

    দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা। তবে এই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, নীতি আয়োগের বৈঠকে তাঁকে ইচ্ছা করেই কথা বলতে দেওয়া হয়নি। তাঁর বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগ নস্যাৎ করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, নীতি আগের বৈঠকে তিনি আর যোগ দেবেন না। সম্ভবত সেই কারণেই এবার এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না।



  • May 24, 2025 13:49 IST

    West Bengal News Live:কে হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?

    অবশেষে হল যাবতীয় জল্পনার অবসান। ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর, টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক কে হতে চলেছেন, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে এই দায়িত্বটা শুভমান গিলের (Shubman) হাতেই তুলে দেওয়া হয়েছে। যদিও এই তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনিই আগামী ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।



  • May 24, 2025 13:49 IST

    West Bengal News Live:চরম অপমানেই 'অবসর' কিং কোহলির?

    টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, বিরাট যে আচমকা এই সিদ্ধান্ত কেন গ্রহণ করলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তা এখনও অজানা। বীরুর কথায়, 'বিরাট কোহলি চোখ বন্ধ করে আরও ২ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। একটু তাড়াতাড়িই লাল বলের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে ফেললেন। যেভাবে ও নিজের ফিটনেসের খেয়াল রাখে, তাতে হেসেখেলে আরও ২ বছর টেস্ট ক্রিকেটে রাজত্ব করতে পারতেন। কিন্তু, বিরাট যে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা উনিই ভাল বলতে পারবেন। এটা প্রত্যেক ক্রিকেটারেরই একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন কোনও ক্রিকেটার নিজেকে ক্লান্ত বলে মনে করে, তখনই এমন সিদ্ধান্ত নেয়।'



  • May 24, 2025 13:49 IST

    West Bengal News Live:মোহনবাগানে এবার 'গোলশ্রী' প্রকল্প!

    মোহনবাগান ফুটবল ক্লাবে নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কলকাতা ময়দান আপাতত উত্তেজনায় ফুটতে শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই ইস্তেহারে তিনি সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্য এবং আগামী কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। এই আগামী কর্মকাণ্ডের মধ্যে একটি হল 'গোলশ্রী' প্রকল্প।



  • May 24, 2025 13:45 IST

    West Bengal News Live:কংগ্রেস কর্মী খুনে যাবজ্জীবন সাজা

    ভোট গ্রহণ কেন্দ্রে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দোষী ৬ জনকে যাবজ্জীবন করাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা বিচারক জিতেন্দ্র গুপ্তা। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের সাজা দেওয়া হয়েছে। শুক্রবার বিচারকের এই রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন আসামীরা। এই ব্যাপারে সরকারি পক্ষের আইনজীবী আব্দুল খালেক ফিটু বলেন, "এই কেসে মোট ১৯ জনের সাক্ষী গ্রহণ করা হয়। এছাড়াও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে  ৩০২ ধারায় খুন ও ৩৪ ধারায় সম্মিলিত কার্যকলাপের অভিযোগে দোষীদের সাজা ঘোষণা করেন বিচারক।"


    বিস্তারিত পড়ুন- Murshidabad News: ভোটের লাইনে কংগ্রেসে কর্মীকে কুপিয়ে খুন, ৬ দোষীর দৃষ্টান্তমূলক সাজা



  • May 24, 2025 13:13 IST

    West Bengal News Live:নির্মাণকাজ বন্ধের নোটিশ পঞ্চায়েতের

    উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের গাইঘাটায় যশোর রোডের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করার অভিযোগ উঠল ব্যবসায়ী কাঞ্চন দাস ও অসিত দাসের বিরুদ্ধে। শুধু রাস্তার পাশের সরকারি জমি নয় তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের উপরে প্লার দিয়ে নির্মাণের অভিযোগও উঠেছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান জয়দেব হাজরা বলেন, "স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী সময়ে ওই জায়গা পরিদর্শন করার পর প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।"



  • May 24, 2025 13:12 IST

    West Bengal News Live:কেরালায় বর্ষা ঢুকে পড়েছে

    ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এ বছর ভারতীয় উপমহাদেশে দ্রুত প্রবেশ করেছে, শনিবার কেরালায় পৌঁছেছে - সাধারণত ১ জুন শুরু হওয়ার আট দিন আগে।২০০৯ সালের পর থেকে এটিই প্রথম সূচনা, যখন ২৩ মে বর্ষা রাজ্যে এসে পৌঁছেছিল। গত সপ্তাহে, কেরালায় বৃষ্টিপাতের পরিমাণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।আইএমডি তিনটি প্রাথমিক সূচকের উপর ভিত্তি করে কেরালায় বর্ষার আগমন ঘোষণা করেছে: টানা দুই দিন ধরে কমপক্ষে ১৪টি আবহাওয়া কেন্দ্রে কমপক্ষে ২.৫ মিমি বৃষ্টিপাত, ৬০০ হেক্টোপাস্কেল পর্যন্ত বিস্তৃত গভীর পশ্চিমা বাতাস এবং প্রতি বর্গমিটারে ২০০ ওয়াটের নিচে বহির্গামী দীর্ঘ তরঙ্গ বিকিরণের মান হ্রাস।এই আগাম বর্ষাকাল চার মাসব্যাপী গুরুত্বপূর্ণ বর্ষাকাল শুরুর ইঙ্গিত দেয়, যা সারা দেশে কৃষি, জলসম্পদ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



  • May 24, 2025 12:49 IST

    West Bengal News Live:ইসলামাবাদকে ধুয়ে দিলেন অভিষেক

    গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিতে এবার জোরদার তৎপরতা নিয়েছে ভারত। দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। যার সাম্প্রতিকতম বর্বরোচিত নিদর্শন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এরপরেই পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। পাকিস্তানের জঙ্গিপনা গোটা বিশ্বকে জানাতে সর্বভারতীয় প্রতিনিধি দলও তৈরি করেছে কেন্দ্র। তার একটি দল এই মুহূর্তে রয়েছে জাপানে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই দলে। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে টোকিওর মাটিতে গর্জে উঠলেন তরুণ সাংসদ অভিষেক।


    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee: 'সন্ত্রাসের পাগলা কুকুর লালন করছে পাকিস্তান', টোকিও-র মাটিতে ইসলামাবাদকে ধুয়ে দিলেন অভিষেক



  • May 24, 2025 11:55 IST

    West Bengal News Live:শহরে নতুন করে ৪ জনের করোনা

    করোনার কামব্যাক রাজধানীতে! শুক্রবার দিল্লির প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, উত্তর প্রদেশের গাজিয়াবাদে কমপক্ষে চারজন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। যদিও এক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তাঁরা।গাজিয়াবাদের মুখ্য স্বাস্থ্য অধিকারিক (CMO) অখিলেশ মোহনের কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “আক্রান্তদের মধ্যে তিনজন তাদের বাড়িতে আইসোলেশনে আছেন। একজন বর্তমানে গাজিয়াবাদের কৌশাম্বির যশোদা হাসপাতালে ভর্তি আছেন।”

    বিস্তারিত পড়ুন- covid 19: নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত দিল্লিতে, বিশেষজ্ঞরা এবার কী বলছেন জানেন?



  • May 24, 2025 11:18 IST

    West Bengal News Live:যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর

    মেট্রো রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে তাদের পরিষেবা এবং সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ক্রমাগত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এই উদ্যোগের অংশ হিসেবে, গ্রিন লাইন-২-এর হাওড়া মেট্রো স্টেশনে ডিজিটাল লকার পরিষেবা উদ্বোধন করা হয়েছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী পি. উদয় কুমার রেড্ডি ২৩ মে মেট্রো রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্টেশন প্রাঙ্গণে এই অনন্য স্মার্ট সুবিধার উদ্বোধন করেছেন। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: যাত্রী স্বার্থে যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! বাম্পার সুবিধায় প্রশংসার বন্যা



  • May 24, 2025 10:59 IST

    West Bengal News Live:ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে

    সুযোগ পেলেই বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালির হদিশ পাওয়াই বেশ কঠিন। তবে অনেকেই ইদানিং ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে বেড়াতে পছন্দ করেন। ভ্রমণপ্রিয় বাঙালিদের সেই অংশের জন্যই আমাদের বিশেষ এই প্রতিবেদন। দার্জিলিঙের কাছেই রয়েছে অভূতপূর্ব একটি গ্রাম। দিন কয়েকের ছুটিতে বেরিয়ে আসতেই পারেন সবুজে সাজানো এই অসাধারণ এলাকা থেকে। এখানে কাটানো দিন কয়েকের অবসর জীবনভর আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে। 

    বিস্তারিত পড়ুন- Offbeat destination: মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভায় মন মজবেই! ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে



  • May 24, 2025 10:16 IST

    West Bengal News Live:ট্রেন অবরোধ

    লোকাল ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানোর দাবিতে আবারো শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ নিত্য যাত্রীদের। শনিবার সকাল ৭.৪০ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদাহের দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত রেল স্টেশনে কাছে ট্রেনের নিত্য যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিত্য যাত্রীদের অবরোধের জেরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে উপর প্রভাব পড়েছে। অবরোধের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। অবরোধের দের জেরে মথুরাপুর সহ একাধিক রেল স্টেশনে আটকে যায় লোকাল ট্রেন। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা। এক অবরোধকারীর অভিযোগ, ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে দাঁড়াতে পারছেন না সাধারণ মানুষ। ভোর থেকেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলে। এর আগেও মহিলা কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিয়ালদহের দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেছিল নিত্যযাত্রীরা। আবারও শনিবার রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার স্কুল, কলেজে ও অফিস যাত্রীরা। 



  • May 24, 2025 09:58 IST

    West Bengal News Live:'জামতাড়া গ্যাং'-এর ৩ পাণ্ডা গ্রেফতার

    বর্ধমান শহরে ঘাঁটি গেড়ে দিব্যি প্রতারণা চালাচ্ছিল ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের তিন প্রতারক। বর্ধমান থানার পুলিশ এদের বিষয়ে টের না পেলেও দিল্লি পুলিশের হাত থেকে রেহাই পায়নি প্রতারকরা। শুক্রবার সকালে বর্ধমান শহরের আলমগঞ্জের একটি ভাড়াবাড়িতে হানা দিয়ে দক্ষিণ-পশ্চিম দিল্লির সবদরজং এনক্লেবের সাইবার থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল। রবির বাড়ি ঝাড়খণ্ডের জামতারা জেলার শিয়াতর গ্রামে। রমেশের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর জেলার মার্গো মুণ্ডা থানার কেন্দুয়াতণ্ডে। অপর ধৃত মহেন্দ্র ঝাড়খণ্ডের গিরিডি জেলার বেঙ্গাবাদ থানার রাতডি এলাকার বাসিন্দা।

    বিস্তারিত পড়ুন- Cyber Crime: বাংলায় ঘাঁটি গেড়ে দিল্লিতে প্রতারণা, ঝাড়খণ্ডের 'জামতাড়া গ্যাং'-এর ৩ পাণ্ডা গ্রেফতার



  • May 24, 2025 08:47 IST

    West Bengal News Live:সম্পত্তি হাতাতে জালিয়াতির 'হাইটেক কায়দা'

    পঞ্চায়েতের প্যাড ও প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট তৈরির দায়ে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম রাহুল মণ্ডল। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংহজুলি গ্রামে। একইরকম 
    জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হয়েছে শুভজিৎ ঘোষ নামে এলাকার আরও এক যুবক। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার দুই ধৃতকে পেশ করে। তদন্তের প্রয়োজনে বিচারক ধৃত দু’জনকেই ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন
    । পঞ্চায়েত প্রধান কানন বর্মন অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক সাজার দাবি করেছেন। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: সম্পত্তি হাতাতে জালিয়াতির 'হাইটেক কায়দা', হতভম্ব খোদ পুলিশও, গ্রেফতার ২



  • May 24, 2025 08:28 IST

    West Bengal News Live:ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়

    সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে আগামী ২৭ মে নাগাদ ওই নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারই জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তারই লেটেস্ট আপডেট জানুন।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today:সাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়



CM Mamata banerjee WB SSC Scam Bengali News Today news of west bengal