Advertisment

Abhishek Banerjee on Prashant Kishor: প্রশান্ত কিশোরকে নিয়ে 'বাড়াবাড়ি' হয়! 'দোস্ত' PK নিয়ে অভিষেকের মন্তব্যে তুমুল জলঘোলা!

Abhishek Banerjee on Prashant Kishor: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকও রাজ্য চষে ফেলেছিলেন একুশের প্রচারে। বিরাট সাফল্য নিয়ে পরপর তিনবার রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। একুশের ভোটে তৃণমূলের সাফল্যের পিছনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বড় ভূমিকা ছিল বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee on Prashant Kishor

Abhishek Banerjee on Prashant Kishor: প্রশান্ত কিশোর এবং অভিষেক ব্যানার্জি।

Abhishek Banerjee on Prashant Kishor: ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বেশ মধুর ছিল। তৃণমূলের হয়ে একুশের বিধানসভা ভোটে 'জান-প্রাণ' লড়িয়ে দিয়েছিলেন পিকে (PK) ও তাঁর সংস্থা আইপ্যাক (I-PAC )। এবার একটি বাংলা বেসরকারি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে অকপট সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু পিকেই নন, একইসঙ্গে তাঁর চোখে নরেন্দ্র মোদী (Narendra Modi), রাহুল গান্ধী, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও ঠিক কেমন সেকথাও স্পষ্ট করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

Advertisment

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে সঞ্চালক খানিকটা Rapid Fire-এর ঢঙেই অভিষেককে একের এক ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলতে গিয়ে 'বিচক্ষণ' শব্দের ব্যবহার করেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর চোখে 'আপোসহীন লড়াইয়ের নেত্রী'।

আরও পড়ুন- Dilip Ghosh: অভিষেক ‘প্রশংসা’ করেছেন শুনেই কী বললেন দিলীপ? মন্তব্য ঘিরে সীমা ছাড়াচ্ছে চর্চা!

প্রশান্ত কিশোর প্রসঙ্গে তাঁর উত্তর 'ওভারহাইপড' অর্থাৎ পিকে-কে নিয়ে বেশি 'বাড়াবাড়ি' হয় বলেই বলতে চেয়েছেন অভিষেক, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে 'ভালো সংগঠক' বলে আখ্যা দেন অভিষেক। তবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম উঠতেই তিনি বলেন, 'অমার্জিত ভাষা সন্ত্রাস'। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর চোখে 'অপরিণত'। রাহুল গান্ধীর (Rahul Gandhi) কথা উঠতেই অভিষেক বলেন 'টু লেট…'।

আরও পড়ুন- Wonder Girl: অকল্পনীয় সৃজনশীলতায় অত্যশ্চর্য সাফল্যের শিখরে বঙ্গতনয়া! অভাবনীয় স্বীকৃতির বিরল নজির

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকও রাজ্য চষে ফেলেছিলেন একুশের প্রচারে। বিরাট সাফল্য নিয়ে পরপর তিনবার রাজ্যে ক্ষমতায় ফেরে তৃণমূল। একুশের ভোটে তৃণমূলের সাফল্যের পিছনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বড় ভূমিকা ছিল বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আরও পড়ুন- Abhishek Banerjee: হম্বিতম্বি করেও ঢোক গিলেছেন নওশাদ! অভিষেক ‘বধে’ প্রার্থী খুঁজতে হন্যে বিরোধীরা

খোদ অভিষেকই পিকে-কে দলের রণকৌশল নির্ধারণের ভার অনেকটাই ছেড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে একুশের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও পিকে-র মতামত নিয়েছিলেন অভিষেক। এহেন 'দোস্ত' পিকে নিয়ে এবার অভিষেকের 'ওভারহাইপড' মন্তব্যে তুমুল জলঘোলা শুরু।

tmc abhishek banerjee Prashant Kishore
Advertisment