Abhishek Banerjee: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এরাজ্যে BJP চূড়ান্ত প্রার্থী তালিকা এখনও প্রকাশ করতে পারেনি। এখনও অর্ধেকের বেশি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে। বেশ কয়েকটি আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে একমত হতে না পারায় এই দেরি বলেই বিজেপি সূত্রের খবর।
এদিকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও বিরোধী দলই প্রার্থীর নাম প্রকাশ করতে পারল না। বিগত ৬ মাস ধরে হম্বিতম্বি করা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া তো দূরের কথা কোনও কেন্দ্রেই লড়াই করছেন না। অন্তত এখনও পর্যন্ত BJP, ISF বা সিপিএম-কংগ্রেস কেউই অভিষেকের কেন্দ্রে তাঁদের দলের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
রাজনীতিতে আগ বাড়িয়ে হম্বিতম্বি বা অহেতুক চ্যালেঞ্জ করাটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু আইএসএফ প্রধান ভাঙরের বিধায়ক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জেছেন দিনের পর দিন, তাতে রাজনৈতিক মহল মনে করেছিল তিনিই প্রার্থী হবেন ডায়মন্ড হারবারে। তবে পরবর্তীতে এই প্রসঙ্গে একটা ফাঁকও রেখেছেন তিনি, জানিয়েছেন, ISF-এর কমিটি সিদ্ধান্ত নেবে কে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন। এরই পাশাপাশি আইএসএফের প্রার্থী তালিকায় তেমন কোনও চমকও নেই। এখনও কোনও কেন্দ্রেই প্রার্থী হননি নওশাদ সিদ্দিকী নিজেও।
ডায়মন্ড হারবারে নওশাদের প্রার্থী ঘোষণা নিয়ে CPIM নেতৃত্বের বক্তব্য ছিল, বামেরা তাঁকে সমর্থন করবে। কিন্তু নওশাদ না দাঁড়ালে তাঁদের প্রার্থীই অভিষেকের বিরুদ্ধে লড়াই করবেন। সেক্ষেত্রে নাম ঘোরাফেরা করছে ছাত্র-যুব নেতা প্রতিকূর রহমানের। কিন্তু আইএসএফ ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি। তাহলে কি এই কেন্দ্রে নওশাদরা প্রার্থী দেবেন না? সিপিএম প্রার্থীকে সমর্থন করবে আইএসএফ? এই চর্চা চলছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- Kolkata Weather Today: দোলেও প্রবল বৃষ্টি? দুর্যোগ-শঙ্কা কোন কোন জেলায়? জানুন আবহাওয়ার মারকাটারি আপডেট!
এদিকে BJP সূত্রে খবর, প্রার্থী নিয়ে আলোচনা হলেও ডায়মন্ড হারবারে শীর্ষ নেতৃত্ব বা দলের পরিচিত মুখ অনেকেই দাঁড়াতে চাইছে না। অন্যদিকে, তৃণমূল থেকে আসা নেতৃত্বকে বিজেপি থেকে প্রার্থী করার পরিকল্পনায় কারও কারও প্রার্থী হওয়ার আশায় জল ঢেলেছে দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এক্ষেত্রে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য বলা হলেও অনেকেই রাজি হচ্ছেন না। রাজনৈতিক মহলের মতে, মুখে বিপ্লবের কথা বললেও ডায়মন্ড হারবারে প্রার্থী হতে গররাজির সংখ্যাই বেশি।
আরও পড়ুন- Satabdi Roy: ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যেই পড়ে’, হঠাৎ কী হল শতাব্দীর? মন্তব্যে তুমুল জলঘোলা!
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে সমস্ত বিরোধী দলের বিস্তর অভিযোগ। কিন্তু নির্বাচনী ময়দানে প্রার্থী ঘোষণা নিয়ে কোনও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না তর্জন-গর্জন করা বিরোধী নেতাদের। এখন দেখার বিষয় অভিষেকের বিরুদ্ধে জবরদস্ত লড়াইয়ে সেরা বাজি হন কোন দলের প্রার্থী?