Advertisment

Shatabdi Roy: সভায় এলেন না অভিষেক, মঞ্চে বসে দাঁতে নখ কাটলেন উদ্বিগ্ন শতাব্দী

Lok Sabha Elections 2024: খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটের জনসভায় উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে কলকাতা থেকে ভার্চুয়াল সভা করলেন যুব নেতা। ততক্ষণে সভাস্থলের পিছনের দিকে কর্মী সমর্থকেরা বাড়িমুখী হয়ে যান।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Lok Sabha Elections 2024, Satabdi Roy

মঞ্চে বসে দাঁতে নখ কাটলেন উদ্বিগ্ন শতাব্দী রায়।

Lok Sabha Elections 2024: খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটের জনসভায় উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে কলকাতা থেকে ভার্চুয়াল সভা করলেন যুব নেতা। ততক্ষণে সভাস্থলের পিছনের দিকে কর্মী সমর্থকেরা বাড়িমুখী হয়ে যান।

Advertisment

বৃহস্পতিবার দুপুর ২টোয় বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা হওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হলেও অভিষেকের উপস্থিত হওয়ার বার্তা না মেলায় মঞ্চে উপস্থিত নেতারা চিন্তিত হয়ে পড়েন। তৃণমূল প্রার্থী শতাব্দীকে টেনশনে দাঁতে নখ কাটতে দেখা যায়।

কখনও জেলা পরিষদের সভাধিপতি ফয়েজুল হক ওরফে কাজল শেখ কখন দলের রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির সঙ্গে আলোচনা করতে দেখা যায় উদ্বিগ্ন শতাব্দীকে। ততক্ষণে ক্ষুব্ধ হয়ে পড়েছেন উপস্থিত কর্মী সমর্থকেরা। দুপুর গড়িয়ে বিকেল ঘোষণা করা হয় খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উড়তে পারেনি। তাই রামপুরহাটের জনসভায় উপস্থিত থাকতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ঘোষণার পরেই সভাস্থল ছাড়তে শুরু করেন কর্মী সমর্থকেরা। ভার্চুয়ালি বক্তব্যে অভিষেক বিজেপিকে আক্রমণ করে সন্দেশখালি থেকে চাকরি প্রসঙ্গ তুলে ধরেন। এরপরেই মঞ্চে উপস্থিত ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পুরসভার চেয়ারম্যানকে দায়িত্ব দেন রামপুরহাট বিধানসভায় সর্বাধিক ভোটে লিড দিতে হবে শতাব্দীকে। অভিষেক বলেন, "যতদিন শতাব্দী থাকবেন ততদিন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার চলবে"।

আরও পড়ুন Birbhum-Devtanu Bhattacharya: ‘BJP প্রার্থীকে ভোট নয়’, খোদ দলেরই দাপুটে নেতার নামে পোস্টারে ছেয়ে গেল শহর!

শতাব্দী হেরে গেলে লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? এ প্রশ্ন বিজেপির রামপুরহাট শহর সভাপতি সুরজিৎ সরকার বলেন, "সরকারি কোনও প্রকল্প বাতিল হবে না। অভিষেকের প্রচ্ছন্ন হুমকিতে ভয় পাবেন না। আমরা ক্ষমতায় এলে ভাতা আরও বাড়িয়ে দেব। এটাই মোদীর গ্যারান্টি"।

tmc abhishek banerjee satabdi roy Birbhum West Bengal
Advertisment