আরজি কর কাণ্ডে ১৪ দিন কেটে গেলেও কেন গ্রেফতার করা হয়নি সন্দীপ ঘোষকে? প্রশ্ন তুলে বাংলা জুড়ে তোলপাড় ফেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভাষণ দেওয়ার সময় তৃণমূল সাংসদ বলেন, "১৪ দিন সিবিআই তদন্ত করছে। কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি সিবিআইয়ের সাফল্যের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, "সারদার তদন্তে ১০ বছর হলেও চার্জ শিট জমা পড়েনি। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে জ্ঞানেশ্বরী কাণ্ডে সিবিআই কোন সুবিচার দিতে পারেনি। ধর্ষণের বিচার তবেই হবে যদি আইন আসে"।
এদিনের সভামঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, "২০১১ থেকে আমরা বন্ধের বিরুদ্ধে, বাংলাকে যারা অচল করতে চাইছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বন্ধকে কীভাবে প্রতিহত করতে হয় তা বাংলার মানুষ জানে। আজকের বন্ধের আবহে যে জমায়েত তা বিগত সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। যত তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার, চক্রান্ত হবে, তত তৃণমূল শক্তিশালী হয়েছে। তৃণমূল বিশুদ্ধ লোহার মত। লোহাকে যত আঘাত করো লোহা ততই শক্তিশালী হবে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করছে। লাশের নোংরা রাজনীতি করছে। বাংলার মানুষের কাছে তার চেহারা উন্মোচিত। বদলপুর, হাথরস, উন্নাও, কাঠুয়া, কাণ্ডে যারা জড়ি তার কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন তাদের রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ১০ বছরে সব থেকে বেশি অপরাধ হয়েছে।
NCRT-র পরিসংখ্যানের কথা উল্লেখ করে তৃণমূল নেতা বলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মহিলাদের বিরুদ্ধে একের পর এক অন্যায় ঘটে চলেছে। গত ১০ বছর উত্তরপ্রদেশে ৪১,৭৩৩, মধ্যপ্রদেশে ৩৬,১৪৪টি, রাজস্থানে ২৮, ০০০, মহারাষ্ট্র ২৫ হাজার অপরাধ সংগঠিত হয়েছে। পারলে এই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগের দাবি জানান। এর সঙ্গে ভারতবর্ষে কঠোর ধর্ষণ বিরোধী আইন আনার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি।
আরও পড়ুন - Bangal Bandh Today Live: ভাটপাড়ায় সকালে শুটআউট, বেলা গড়াতেই দফায় দফায় অশান্তি
গতকালের ছাত্রদের মিছিলের উপর পুলিশি নির্যাতন ও নির্যাতিতার বিচারের দাবিতে আজ ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। উল্লেখ্য, আজ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আরজি কর নিয়ে কী বার্তা দিলেন মমতা?
আরজি কর কাণ্ডের গতকালের ছাত্রদের মিছিলের উপর পুলিশি নির্যাতন ও নির্যাতিতার বিচারের দাবিতে আজ ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এদিনের বন্ধের প্রভাবে সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। চরম দুর্ভোগে পড়তে হয়েছে পথ চলতি সাধারণ মানুষ। যদিও সরকারের তরফে আজকের এই বন্ধকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আজ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকের এই দিনটিকে আরজি করের নিহত তরুণী চিকিৎসককে উৎসর্গের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রী একটি এক্স পোস্টের মাধ্যমে লেখা বার্তায় বলেছেন, "আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়েছি। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি"।
পাশাপাশি ছাত্র যুবদের উদ্দেশ্যে এই পোস্টে মমতা বলেছেন, "ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন"।