Advertisment

আমেরিকা থেকেই তির অভিষেকের! ব্যাঙ্গ-বিদ্রুপে ভরিয়ে দিলেন ইডিকে

চোখের চিকিৎসা করাতে এই মুহুর্তে আমেরিকায় রয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta hc want to see 16 controversial files related with leaps and bounds

ইডিকে নিশানা অভিষেকের।

চোখের চিকিৎসা করাতে এই মুহুর্তে আমেরিকায় রয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়। সূত্রের খবর, সম্ভবত আগামিকাল অর্থাৎ মঙ্গলবারই তাঁর চোখের অস্ত্রোপচার হতে পারে। তার আগে ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিশানা তৃণমূল নেতার।

Advertisment

অভিষেক সংক্রান্ত মামলায় এমনিতেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রীয় সংস্থা ইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জারি লুক আউট নোটিস প্রত্যাহার করে নিতে ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টেও ভর্ৎসিত হয়েছে ইডি। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে অভিষেকের বিরুদ্ধে মামলা করায় ইডির সমলোচনা করেছে হাইকোর্টও।

এদিকে, চোখের চিকিৎসা করাতে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেখানে থেকেই টুইটে তিনি নিশানা করেছেন ইডিকে। অভিষেক এদিন টুইটে লিখেছেন, 'ইডিতে এত অকর্মণ্য সব লোক রয়েছে যা দেখে করুণা হচ্ছে। সপ্তাহে দু'বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই। রাজনৈতিক প্রভুকে খুশি করতেই এটা করছে ওরা। বছরের পর বছর ধরে করদাতাদের টাকায় তদন্ত করে যাচ্ছে। এখনও আদালতে তথ্য প্রমাণ পেশ করতে পারেনি।'

আরও পড়ুন- চোখে সানগ্লাস, পিঠে ব্যাকপ্যাক, নিউইয়র্কের রাস্তায় ‘হিরো’র লুকে অভিষেক!

উল্লেখ্য, বাংলায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট পেশে করেছে ইডি। সেই চার্জশিটেও নাম রয়েছে ডায়মন্ড হারাবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও ওই চার্জশিটে অভিষেকের বিরুদ্ধে স্পষ্ট কোনও অভিযোগের উল্লেখ ছিল না।

আরও পড়ুন- স্কুলের অঙ্কের প্রশ্নে ‘শুভেন্দু-নওশাদ’ আঁতাত আঁচ, তুঙ্গে বিতর্ক

চোখের চিকিৎসা করাতে এর আগেও বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁর বিদেশযাত্রার খবর ছড়াতেই নানা চর্চাও ছড়ায়। এমনকী অভিষেক বিদেশে পালাতে পারেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে খোদ সুপ্রিম কোর্টই এব্যাপারে অভিষেককে বড়সড় স্বস্তি দিয়েছে। তৃণমূল নেতার বিদেশ সফর নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বিদেশে গিয়েছিলেন, অবার ফিরেও এসেছেন।

আরও পড়ুন- প্রবল দুর্যোগের সতর্কতা! বর্ষার রুদ্র মেজাজ দেখবে কোন কোন জেলা?

ইডির তদন্তে তিনি সহযোগিতাও করছেন। সেই কারণে অভিষেকের নামে লুক আউট নোটিস ইডিকে প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে অভিষেককে বলা হয়েছে বিদেশযাত্রা করলে অন্তত সাত দিন আগে তাঁকে ইডিকে জানাতে হবে।

abhishek banerjee West Bengal WB SSC Scam Cow Smuggling ED bjp tmc Coal Smuggling Case
Advertisment