Abhishek Banerjee: উন্নয়নের কাজের খতিয়ান দেবেন অভিষেক, সাংসদের 'নিঃশব্দ বিপ্লব' দারুণ চর্চায়!

Abhishek Banerjee new book 2025: নিজের সংসদীয় জীবনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করা তাঁর যাবতীয় উন্নয়নের কাজের খতিয়ান দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee new book 2025: নিজের সংসদীয় জীবনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করা তাঁর যাবতীয় উন্নয়নের কাজের খতিয়ান দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ১১ বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাবরই নিজের সংসদীয় কেন্দ্রে অনন্য সাধারণ কিছু কর্মসূচি নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নিজের সাংসদ জীবনের ১১ বছরের মাথায় নিজের কাজের উন্নয়নের খতিয়ান প্রকাশ করবেন সাংসদ।

Advertisment

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনস্থ সাতগাছিয়ায় নিজের উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ ২৫ জুন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূলের বড়সড় সভা। সেই সভায় উপস্থিত থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখানেই 'নিঃশব্দ বিপ্লব' বইটিতে নিজের সংসদীয় জীবনের উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১১ বছরে নিজের সংসদীয় এলাকায় প্রতিটি বিধানসভা এলাকায় ধরে ধরে উন্নয়নের কাজের খতিয়ান প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

আরও পড়ুন- Kaliganj By-Election Live updates: কালীগঞ্জে দুরন্ত জয়ের পথে তৃণমূল! ৭ম রাউন্ডে BJP-কে বড় ধাক্কা বাম-কংগ্রেসের

কোন বিধানসভা কেন্দ্রে কত টাকার উন্নয়নের কাজ হয়েছে, কোথায় কোথায় কী সংস্কার হয়েছে সব থাকবে 'নিঃশব্দ বিপ্লব' শীর্ষক বইটিতে। আগামী বুধবার সাতগাছিয়ায় তৃণমূলের ওই বিশেষ কর্মসূচিতে জনপ্রতিনিধি থেকে শুরু দলের সাংগঠনিক নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Kaliganj by election: গণনার মাঝেই কালীগঞ্জে 'হার স্বীকার', '২৬-এ বাংলা-জয়ের 'রুট' বললেন শুভেন্দু

 

tmc Abhijit Banerjee Diamond Harbour