কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনা থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছে BJP ও কংগ্রেসের মধ্যে। ভোটগণনা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন বিজেপি এই নির্বাচনে জিতবে না। নিদেনপক্ষে লড়াইয়ের কথাও শোনা যায়নি নন্দীগ্রামের বিধায়করে মুখে। তিনি স্পষ্ট বলেছেন, "আমরা তো জিতব না। তবে সেখানে হিন্দু ভোটারদের অধিকাংশ বিজেপির ওপর আস্থা রেখেছে। আমরা মুসলিম এলাকায় প্রচারও করিনি।" তবে এই উপনির্বাচনে বিজেপি কি ফায়দা সেকথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেন, "মুসলিম ভোটের ৭০ শতাংশ পাচ্ছে তৃণমূল, ৩০ শতাংশ পাচ্ছে কংগ্রেস। ওরা ভালো করেই করছে। হিন্দু বুথগুলোতে যে ফল বেরোচ্ছে সেখানে হিন্দুদের একত্রীকরণ বা সংঘটিত হওয়ার যে প্রচার আমরা করেছি সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়। পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করতে হবে। এখানে এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদী, এবার হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে হবে।"
উপনির্বাচনে গণনার সময় শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন বিজেপি কিভাবে এখানে জিততে পারে। মুসলিম ভোট বিজেপির ঝুলিতে এই রাজ্যে পড়া যে খুব কঠিন তা আলবাত বুজেছে গেরুয়া শিবির। ২০২৪ লোকসভা নির্বাচনের পর থেকে আরও বেশি হিন্দুত্বের দিকে ঝুঁকেছে বিজেপি, তা তাঁদের কার্যক্রম বা বক্তব্যে স্পষ্ট।
আরও পড়ুন- Kaliganj By-Election Live updates: কালীগঞ্জে বাম্পার ফলের পথে তৃণমূল! ৬ রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই, BJP ও বাম-কংগ্রেস কোথায়?
শুভেন্দু বলেন, '১০০ শতাংশ হিন্দু ভোটের দরকার নেই। ৫৪ শতাংশ হিন্দু এক হয়েছে, ৭০ শতাংশ হিন্দুকে এক করতে পারলে বিজেপি ক্ষমতায় আসবে। হিন্দুত্বকে রক্ষা করবে এমন সরকার আনুন। এই পার্টি ক্ষমতায় এলে সরকারি ভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে।'
আরও পড়ুন- Rath Yatra 2025: রথযাত্রায় পুরী যাওয়ার প্ল্যান? ভিড় এড়িয়ে আরামে যেতে বাম্পার বন্দোবস্ত রেলের!
'ভোটের পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই দাবি একাধিকবার করেছি', এমনই দাবি শুভেন্দুর। তাঁর দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনে একাধিক বুথে ক্যামেরা বন্ধ করা ছিল। সব ফেক ক্যামেরা বসানো ছিল। আশা ছাড়ার কোনও কারণ নেই। শেষমেশ গণতন্ত্রের জয় হবে।