Abhishek Banerjee: 'বিষ স্যালাইন'-কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিষেকের, মুখ খুললেন RG করের ঘটনা নিয়েও

TMC Mp Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের ফলতায় সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ।

TMC Mp Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের ফলতায় সেবাশ্রয় স্বাস্থ্য শিবির পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee,Midnapore Medical College Saline Controversy,west bengal news,অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ স্যালাইন কাণ্ড,পশ্চিমবঙ্গের খবর

Abhishek Banerjee on Saline Controversy: বিষ স্যালাইন কাণ্ডে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে তার কঠোর শাস্তি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Midnapore Medical College Saline Controversy-Abhishek Banerjee: এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে (Midnapore Medical College) 'বিষ স্যালাইন' কাণ্ড নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার ডায়মন্ড হারবারের ফলতায় 'সেবাশ্রয়' হেল্থ ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল নেতা। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় কারও গাফিলতি প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ।

Advertisment

বিষ স্যালাইন'-কাণ্ডে কেউ দোষী প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি চান অভিষেক। "মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা কারও গাফিলতি থাকলে কঠোর শাস্তি হওয়া উচিত। প্রাণের চেয়ে বেশি কিছু নয়। কারও ভুলে যদি প্রসূতির মৃত্যু ঘটে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। এমন ব্যবস্থা নেওয়া উচিত সেটা যেন দৃষ্টান্ত হয়ে যায়।"

এরই পাশাপাশি এদিন ফের একবার আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন নিয়েও মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjoy Roy) গ্রেপ্তার করেছিল। এদিন ফের একবার সেই কথা স্মরণ করিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে তুলোধনা করেছেন তৃণমূল সাংসদ। অভিষেকের কথায়, "আরজি করে সঞ্জয় রায়কে ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই কেস  সলভ করতে সিবিআইয়ের ৫ মাস লেগেছে।"

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee: 'সরকার জ্যোতিষী নয়, গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে', মালদার TMC নেতা খুনে মন্তব্য অভিষেকের

সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে দলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। সেই শান্তনুকেই দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' শিবিরে। একথা এদিন অভিষেককে জিজ্ঞাসা করতেই স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "শান্তনু সেন একজন চিকিৎসক। উনি যদি ওঁর মতো করে মহান কোনও কাজে যুক্ত থাকতে চান তাহলে থাকবেন। উনি একজন স্বাধীনচেতা মানুষ। যেটা চাইবেন সেটাই করবেন। তাঁর বিরুদ্ধে দল যা সিদ্ধান্ত নিয়েছে, দলনেত্রীর সিদ্ধান্তই শিরোধার্য। কিন্তু সে কীসের সঙ্গে যুক্ত থাকবে এ ব্যাপারে আমি কী বলতে পারি।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে আজ ভাগ্য নির্ধারণ

abhishek banerjee Bangla News Bengali News Today RG Kar Case news in west bengal news of west bengal Midnapore Medical College Saline Controversy