Advertisment

Mamata Banerjee-Mohan Bhagwat: 'ভারতের নাম ভুলিয়ে দেবে দেখছি', ভাগবতের প্রকৃত স্বাধীনতা মন্তব্য 'দেশদ্রোহী' কটাক্ষ মমতার

Mamata Banerjee on Mohan Bhagwat: দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেন মমতা। বলেন, 'কোনও দল কি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কখনও বিকৃত করতে পারে? এটা খুবই বিপজ্জনক কথা। ভারতের নাম ভুলিয়ে দেবে দেখছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee-Mohan Bhagwat: মোহন ভাগবতের মন্তব্যের তীব্র নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee-Mohan Bhagwat: মোহন ভাগবতের মন্তব্যের তীব্র নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee on Mohan Bhagwat's freedom remarks: গত মকর সংক্রান্তির দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেন, '১৫ আগস্ট নয়, ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস হল ২২ জানুয়ারি।' কারণ, গত বছর ওই দিনেই অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল। ভাগবতের এই মন্তব্যে ইতিমধ্যের বিতর্ক দানা বেঁধেছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করলেন এই মন্তব্যকে।

Advertisment

বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ভাগবতের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তখন মুখ্যমন্ত্রী কিছুটা বিরক্তির সুরে বলেন, 'আমি জানি না, উনি জেনে বলেছেন, না কি না জেনে বলেছেন। এটা একটা অ্যান্টিন্যাশনাল (দেশদ্রোহী) মন্তব্য। আমি এর তীব্র সমালোচনা করছি এবং এই মন্তব্য প্রত্যাহারের দাবি করছি।' দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেন মমতা। বলেন, 'কোনও দল কি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কখনও বিকৃত করতে পারে? এটা খুবই বিপজ্জনক কথা। ভারতের নাম ভুলিয়ে দেবে দেখছি।'

আরও বিস্ময় প্রকাশ করে মমতা বলেন, 'ইতিমধ্যে ইতিহাসের অনেক অধ্যায় বিকৃত করা হয়েছে। সংবিধানের অনেক অধ্যায় পাল্টে দেওয়া হচ্ছে। কিন্তু এই রকম হতে পারে বলে আমার ধারণাই ছিল না! আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে ১৯৪৭ সালের ১৫ আগস্ট। এটা আমাদের গর্ব।'

আরও পড়ুন 'ভাগবতের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সমান, অন্য দেশ হলে গ্রেফতার হতেন', সংবিধানের অপমানে গর্জে উঠলেন রাহুল

Advertisment

উল্লেখ্য, গত বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় সংকল্প করেছিলেন মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার ওইদিনই বিকেলে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত সর্বধর্ম সমন্বয়ের মিছিল বের করেন মমতা। সেই মিছিলে মমতার পাশে হাঁটেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা।

Mamata Banerjee RSS Mohan Bhagwat Ram Mandir RSS Chief Ayodhya Ram Temple
Advertisment