Advertisment

Lok Sabha Election 2024: বিধায়ককেই সাংসদ পদে টিকিট, সম্পত্তির খতিয়ানে অনেককেই টেক্কা দেবেন এই TMC প্রার্থী

Lok Sabha Election 2024: দুয়ারে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা ভোট। ওই দিন নির্বাচন হবে এরাজ্যের তিনটি জেলায়। ওই দিন ভোটগ্রহণ কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Baguiati TMC Worker Murder during on going lok sabha election 2024

TMC Worker Murder: ভোটের আবহে কলকাতায় তৃণমূলকর্মী খুন।

Lok Sabha Election 2024: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের জয়কে জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে লড়াইয়ের হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে (Nirmal chandra Roy) জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। ধূপগুড়ি গার্লস কলেজে অ্যাসোসিয়েট অধ্যাপক ছিলেন ড. নির্মলচন্দ্র রায়। তাঁর স্ত্রী প্রীতিকণা মল্লিক হাইস্কুলের প্রধান শিক্ষিকা। কার্যত আয়-ব্যয় ও সম্পত্তির খতিয়ানে অন্য অনেক প্রার্থীকে টেক্কা দিচ্ছেন নির্মলচন্দ্র রায়।

Advertisment

নির্বাচন কমিশনে (Election Commission) দেওয়া হলফনামা অনুযায়ী বিগত ২০২২-২৩ আর্থিক বছরে নির্মলচন্দ্র রায়ের আয় ২৭,৫৭,৭৪০ টাকা। এর মধ্যে তিনি বিধায়ক পদের বেতন দেখিয়েছেন। ২০২১-২২ সালে ছিল ২৬,৬৯,৭০০ টাকা। ২০২০-২১ সালে ছিল ২২,১৯,৬৮৫ টাকা। এর আগের দু'বছরে আয় কম ছিল তাঁর। ২০১৮-১৯ আর্থিক বছরে আয় ছিল ১৫,৩৮,৭৩৬ টাকা। তার পরের বছর অর্থাৎ ২০১৯-২০ সালে প্রার্থীর আয় ছিল ১৯,১২, ১৮০ টাকা।

নির্মলচন্দ্র রায়ের স্ত্রী প্রীতিকণা মল্লিক হাইস্কুলের প্রধান শিক্ষিকা। হলফনামা অনুযায়ী তাঁর আয় ছিল ২০১৮-১৯ আর্থিক বছরে ৬,৫৬,১০০টাকা। পাঁচ বছরের মাথায় ২০২২-২৩ আর্থিক বছরে প্রীতিকণা দেবীর আয় দাঁড়িয়েছে ৯,৬২,৬৭০টাকা। ২০১৯-২০ সালে ছিল ৭,৫৭,২২০ টাকা, ২০২০-২১ আর্থিক বছরে ছিল ৯,৭৩,৩৬০টাকা ও ২০২১-২২এ ছিল ৯,২৪,৬৮০টাকা।

আরও পড়ুন- Electoral bonds data: ইলেক্টোরাল বন্ডের টাকায় ‘লালে লাল’ TMC! ২৩ কোটি দেয় সারদাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন সাংসদের সংস্থা

প্রার্থী ও তাঁর স্ত্রীর ২০২২-২৩ আর্থিক বছরে মোট আয় ৩৭ লক্ষ ২০ হাজার ৭৪০ টাকা। নির্বাচনের দাঁড়ানোর সময় নির্মলবাবুর হাতে নগদ ছিল ১,২০,০০০ টাকা ও স্ত্রীর কাছে ছিল ৪৫,১৬০টাকা।
প্রার্থীর কাছে ২০২২ সালে কেনা মাহিন্দ্রা এসইউভি ৩৯৯ ও ২০১০ সালে মারুতি সুজুকি অল্টো প্রাইভেট কার আছে। স্প্লেন্ডার মডেলের হিরো কোম্পানির একটা বাইক আছে। প্রার্থীর স্ত্রীর কাছে ১০০ গ্রাম সেনার গয়না ও নির্মলবাবুর কাছে মাত্র ১৫ গ্রাম সোনার গয়না রয়েছে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই। থানায় কোনও অভিযোগ নেই বা আদালতে কোনও মামলা তাঁর বিরুদ্ধে নেই। প্রয়াত গজেন্দ্রনাথ রায়ের ৬১ বছরের পুত্র নির্মলচন্দ্র রায়ের ওপর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রার্থীর অস্থাবর সম্পত্তি ৫২,৭৩, ৯৬০.৬৮ টাকা ও তাঁর স্ত্রীর ২৬,৯৬,২৮৬ টাকা। স্ত্রীর কাছে কোনও কৃষি জমি নেই। তবে অকৃষি জমি ও বাসভবন রয়েছে। তার বর্তমান বাজার মূল্য ৮৮ লক্ষ ২২ হাজার টাকা। প্রার্থীর কৃষি জমি রয়েছে। তাঁর কাছে জমি ও বাড়ি মিলিয়ে ২০ লক্ষ টাকার সম্পত্তি আছে।

২০১৭ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে PHD করেছেন নির্মলচন্দ্র রায়। জলপাইগুড়ি কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন BJP-র ডা. জয়ন্ত রায়। এবারও তিনি গেরুয়া শিবিরের প্রার্থী। তৃণমূলের বাজি নির্মলচন্দ্র রায়। এখানে চিকিৎসকের সঙ্গে লড়াই গবেষকের।

tmc West Bengal loksabha election 2024
Advertisment