Kumartuli Ghat: শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিরাট পদক্ষেপ! আদানি গ্রুপের হাত ধরেই ভোলবদল

Kumartuli Ghat: বিগত বেশ কয়েক বছরে কুমারটুলি ঘাটে অব্যবস্থা, নদীতীরে ভাঙন, নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত ত্রুটি স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান করেই ঐতিহ্যের নতুন পথ দেখাতে চলেছে এই যৌথ উদ্যোগ।

Kumartuli Ghat: বিগত বেশ কয়েক বছরে কুমারটুলি ঘাটে অব্যবস্থা, নদীতীরে ভাঙন, নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত ত্রুটি স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান করেই ঐতিহ্যের নতুন পথ দেখাতে চলেছে এই যৌথ উদ্যোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
কুমারটুলি ঘাট  আদানি পোর্টস  শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট  হুগলি নদী  ঘাট পুনর্গঠন  কলকাতা সাংস্কৃতিক ঐতিহ্য  কুমারটুলি মৃৎশিল্পী  এসএমপি কলকাতা  ঘাট সৌন্দর্যায়ন  কলকাতা খবর ২০২৫

শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিরাট পদক্ষেপ!

 
 
Kumartuli Ghat: অদ্বিতীয় ঐতিহ্যের পুনর্জাগরণ!কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলি ঘাটের সৌন্দর্যায়ন ও পুনর্গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ  পদক্ষেপ। কলকাতার ঐতিহাসিক এই ঘাটটির সংস্কারের জন্য আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (SMPK)।

Advertisment

শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এক বড় পদক্ষেপ নিল আদানি গ্রুপ। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (SMPK)-এর সঙ্গে যৌথভাবে কুমারটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নিল। শুক্রবার দুই সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যুক্তি স্বাক্ষরিত হয়েছে। শহরের এই ঐতিহ্যবাহী ঘাটটির  প্রাণ ফেরাতে SMPK ও আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ঘাটের উন্নয়নের ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য সুবিধা আরও বাড়বে এমনটাই আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

শুক্রবার এই মৌ স্বাক্ষরিত হয় SMP Kolkata এবং আদানি পোর্টস-এর প্রতিনিধিদের উপস্থিতিতে। SMP Kolkata-এর চেয়ারম্যান রথীন্দ্র রমন এই উপলক্ষে বলেন, “কুমারটুলি ঘাট শুধুমাত্র একটি স্থান নয়—এটি বাংলার শিল্পীসত্তার জীবন্ত উত্তরাধিকার। আদানি পোর্টস-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা কেবল একটি পরিকাঠামোর সংস্কার করছি না, বরং কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণকেন্দ্রকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিচ্ছি।”

Advertisment

APSEZ লিমিটেড-এর চেয়ারম্যান (বিজনেস ডেভেলপমেন্ট) সুব্রত ত্রিপাঠী জানান, “কুমারটুলির মতো একটি ঐতিহ্যবাহী ঘাটের সংস্কারের দায়িত্ব নেওয়া আমাদের কাছে এক গর্বের বিষয়। এটি কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, কলকাতার আবেগ ও সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধার প্রতিফলন।”

সূত্রের খবর অনুযায়ী, বিগত বেশ কয়েক বছরে কুমারটুলি ঘাটে অব্যবস্থা, নদীতীরে ভাঙন, নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত  ত্রুটি স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান করেই ঐতিহ্যের নতুন পথ দেখাতে চলেছে এই যৌথ উদ্যোগ।

নিষ্ফলা বৈঠক, আজই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবি, চাকরিহারাদের হুঙ্কারে কেঁপে উঠল বাংলা

kolkata adani-group