Kumartuli Ghat: অদ্বিতীয় ঐতিহ্যের পুনর্জাগরণ!কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলি ঘাটের সৌন্দর্যায়ন ও পুনর্গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলকাতার ঐতিহাসিক এই ঘাটটির সংস্কারের জন্য আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (SMPK)।
শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এক বড় পদক্ষেপ নিল আদানি গ্রুপ। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা (SMPK)-এর সঙ্গে যৌথভাবে কুমারটুলি ঘাটের সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নিল। শুক্রবার দুই সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যুক্তি স্বাক্ষরিত হয়েছে। শহরের এই ঐতিহ্যবাহী ঘাটটির প্রাণ ফেরাতে SMPK ও আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ঘাটের উন্নয়নের ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য সুবিধা আরও বাড়বে এমনটাই আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
শুক্রবার এই মৌ স্বাক্ষরিত হয় SMP Kolkata এবং আদানি পোর্টস-এর প্রতিনিধিদের উপস্থিতিতে। SMP Kolkata-এর চেয়ারম্যান রথীন্দ্র রমন এই উপলক্ষে বলেন, “কুমারটুলি ঘাট শুধুমাত্র একটি স্থান নয়—এটি বাংলার শিল্পীসত্তার জীবন্ত উত্তরাধিকার। আদানি পোর্টস-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা কেবল একটি পরিকাঠামোর সংস্কার করছি না, বরং কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাণকেন্দ্রকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিচ্ছি।”
APSEZ লিমিটেড-এর চেয়ারম্যান (বিজনেস ডেভেলপমেন্ট) সুব্রত ত্রিপাঠী জানান, “কুমারটুলির মতো একটি ঐতিহ্যবাহী ঘাটের সংস্কারের দায়িত্ব নেওয়া আমাদের কাছে এক গর্বের বিষয়। এটি কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, কলকাতার আবেগ ও সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধার প্রতিফলন।”
সূত্রের খবর অনুযায়ী, বিগত বেশ কয়েক বছরে কুমারটুলি ঘাটে অব্যবস্থা, নদীতীরে ভাঙন, নিকাশি সমস্যা ও পরিকাঠামোগত ত্রুটি স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান করেই ঐতিহ্যের নতুন পথ দেখাতে চলেছে এই যৌথ উদ্যোগ।