West Bengal Highlights: মোদীর হাতেই বঙ্গ BJP-তে 'গ্রেট কামব্যাক' দিলীপের?, শমীক যুগে পাত্তাই পাচ্ছে না শুভেন্দুদের 'গোঁসা'?

West Bengal News updates July 14, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News updates July 14, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Dilip Ghosh invited to PM Modi’s rally

রাজনীতিতে ফের সক্রিয় রাজ্য বিজেপির অন্যতম 'ডাকাবুকো' নেতা দিলীপ ঘোষ

Kolkata West Bengal Highlights: রাজনীতিতে ফের সক্রিয় রাজ্য বিজেপির অন্যতম 'ডাকাবুকো' নেতা দিলীপ ঘোষ। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।  দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড থেকে কার্যত 'ছিটকে' পড়েছিলেন দলের অত্যনম সিনিয়র নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সভা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া হাই-প্রোফাইল দলীয় কর্মসূচি থেকেও তাঁকে দূরে রাখা হয়েছিল। এমন পরিস্থিতিতে দিলীপবাবু নিজেও ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, “দলীয় মিটিংয়ে একটা চেয়ারও জোটে না।” এই মন্তব্য ঘিরে দলে তাঁর অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমিক ভট্টাচার্য দায়িত্ব নিতেই দলে 'গুরুত্ব' বেড়েছে দিলীপ ঘোষের। ইতিমধ্যে দিল্লি গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেন তিনি। এরপরই মোদীর সভায় দিলীপের গ্র্যান্ড এন্ট্রি বিধানসভা নির্বাচনের আগে দলে ‘মেরামতির বড় কৌশল’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল। 

Advertisment

সরকারের সঙ্গে আর কোন রুদ্ধদ্বার বৈঠক নয়। আজ নবান্ন অভিযান শেষের ফের সপ্তাহান্তে পথে নামার ডাক যোগ্য চাকরিহারাদের। আজকের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় যোগ্য চাকরিহারারা।  

চাকরি হারাদের নবান্ন অভিযোনকে কেন্দ্র করে তুলকালাম। উত্তাল রাজপথে দাপিয়ে বেড়াচ্ছেন চাকরিহারারা। পুলিশের সঙ্গে দফায় সফায় বচসা-তর্কাতর্কি। নিজেদের দাবি আদায়ে আজই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন চাকরিহারাদের ২০ সদস্যদের প্রতিনিধিদল। সোমবারের নবান্ন অভিযান ঘিরে রীতিমত রণক্ষেত্রের পরিস্থিতি। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। কেন অযোগ্যদের জন্য লড়ছেন আন্দোলনকারীরা? মিছিল থেকে উঠল স্লোগান। 

Advertisment

চাকরি ফেরতের দাবিতে ফের নবান্ন অভিযানে 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। হাওড়া স্টেশন সহ বিভিন্ন এলাকায় জমায়েত করে মিছিল নবান্নের উদ্দেশে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান 'যোগ্য' শিক্ষকরা। নতুন করে SSC-এর নিয়োগ প্রক্রিয়ায় বসতে নারাজ তাঁরা। 'দুর্নীতির দম্ভ ভাঙতেই অভিযান', বললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিকে, মিছিল আটকাতে মরিয়া পুলিশ। ফোরশোর রোড সহ নবান্ন চত্বর পুলিশে-পুলিশে ছয়লাপ। ১০ ফুট উঁচু গার্ডরেল, ড্রোন উড়িয়ে অভিযানে নজরদারি। সেই সঙ্গে তৈরি রাখা হয়েছে জলকামান। বিশাল পুলিশ বাহিনী, RAF নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা।

সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল। মিনি ট্রাক ও আমবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে বিরাট দুর্ঘটনা ঘটে যায়। তেলেঙ্গনার আন্নামাইয়া জেলায় ভয়ঙ্কর সেই পথ দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। মারাত্মক এই দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ট্রাকটিতে ২০ জনের বেশি শ্রমিক ছিলেন।

আরও পড়ুন- Kolkata weather forecast: ফের বঙ্গোপসাগরে ফণা তুলছে নিম্নচাপ! ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে টানা কতদিন?

গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দেশের একাধিক রাজ্যে যারপরনাই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই অনেককে বাংলাদেশী বলে আটক করছে ভিনরাজ্যের পুলিশ। রাজধানী দিল্লি থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ দেশের একাধিক রাজ্যে এই ছবি উঠে আসছে বারবার। এমনকী বাংলাদেশী সন্দেহে অনেককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার তোড়জোড়ও চলছে। অবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অকারণে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ অধীরের।

আরও পড়ুন- ATM fraud:সাবধান হোন আজই! ATM কাউন্টারেই জালিয়াতির 'হাইটেক ফাঁদ'! মুহূর্তের ভুলেই অ্যাকাউন্ট ফাঁকা

আরও পড়ুন- Indian Railways:যাত্রী সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ রেলের, ট্রেনের কামরাতেই থাকবে 'দুর্দান্ত ব্যবস্থা'

  • Jul 14, 2025 19:23 IST

    Kolkata News Live Updates: চাকরিহারাদের নবান্ন অভিযান নিয়ে কী বললেন অধীর?

    "তৃণমূল সরকার বেঁচে আছে পুলিশের দৌলতে, পুলিশের যত বাহাদূরি শান্তিপূর্ণ আন্দোলনে, কেন পুলিশ তাদের আটকাচ্ছে? তারা কী দেশদ্রোহী? তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। সরকারের বিন্দুমাত্র মানবিকতা থাকতে সরকার চাকরিহারাদের পাশে থাকত"- অধীর চৌধুরী 



  • Jul 14, 2025 15:34 IST

    Kolkata News Live Updates: চাকরিহারাদের নবান্ন অভিযোনে তুলকালাম

    চাকরিহারাদের নবান্ন অভিযোনে তুলকালাম।  উত্তাল রাজপথে দাপিয়ে বেড়াচ্ছেন চাকরিহারারা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন ২০ সদস্যদের প্রতিনিধিরা। আজকের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। দাবি আদায়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করবেন আন্দোলনকারীরা।



  • Jul 14, 2025 14:04 IST

    Kolkata News Live Updates:ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর

    ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর। উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে ধরে এনে তাকে মারধর করার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রামকমল বিদ্যাপীঠে। স্কুলের ইনচার্জ জ্যোতির্ময় মণ্ডলের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। 



  • Jul 14, 2025 12:48 IST

    Kolkata News Live Updates:BJP-র বনধে অশান্ত খেজুরি

    BJP-র ডাকা বনধে অশান্ত খেজুরি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির। দিন কয়েক আগে খেজুরির জলসায় জোড়া রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ মৃতদের পরিবারের। এই জোড়া মৃত্যুর প্রতিবাদেই সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। সেই বনধের সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ে। যদিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- BJP-র বনধে অশান্ত খেজুরি, ট্রাক ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর



  • Jul 14, 2025 11:55 IST

    Kolkata News Live Updates:দেশবাসীকে কাঁদিয়ে ছাড়লেন শুভাংশু

    'আজকের ভারত সবচেয়ে সুন্দর'— আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার আগে আবেগঘন বার্তায় চোখে জল এনে দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম মিশন-৪ (Axiom Mission-4 বা AX-4) এর অধীনে শুভাংশু সহ চার মহাকাশচারী ১৪ দিনের জন্য ISS-এ গিয়েছিলেন এবং শনিবার সেই মিশনের সমাপ্তি উপলক্ষে মহাকাশ স্টেশনে এক বিদায় অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। শুভাংশু বলেন, “আজকের ভারত গর্বিত, নির্ভীক ও আত্মবিশ্বাসী”—শুভাংশুর আবেগঘন বক্তব্যরীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

    বিস্তারিত পড়ুন- Shubhanshu Shukla: মহাকাশ থেকে আবেগঘন বার্তায় দেশবাসীকে কাঁদিয়ে ছাড়লেন শুভাংশু , জানেন কী বললেন গ্রুপ ক্যাপ্টেন?



  • Jul 14, 2025 11:54 IST

    Kolkata News Live Updates:ট্রেনের কামরায় CCTV

    ট্রেনের কামরায় দুর্বৃত্তদের ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেলমন্ত্রক সমস্ত কোচে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এবং কম আলোতেও স্পষ্ট ফুটেজ দেখাবে এই উচ্চমানের ক্যামেরাগুলিতে। লোকোমোটিভগুলিতেও ইনস্টল করা হবে এই সিসিটিভি। রেলের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



  • Jul 14, 2025 11:53 IST

    Kolkata News Live Updates:পরিযায়ী শ্রমিক হয়রানি মামলার শুনানি

    ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। কীসের ভিত্তিতে এবং কেন ওই পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছিল সে ব্যাপারে কোনও FIR দায়ের হয়েছিল কিনা আদালত তা আগের শুনানিতে জানতে চেয়েছিল। আটক পরিযায়ী শ্রমিকরা কী অবস্থায় রয়েছেন তা রাজ্যের মুখ্যসচিবকে ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় রেখে খোঁজ রাখতে বলেছিল হাইকোর্ট। আজ সেই মামলার শুনানি উচ্চ আদালতে।



  • Jul 14, 2025 10:47 IST

    Kolkata News Live Updates:চাকরিহারাদের নবান্ন অভিযান

    সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। চাকরি ফেরতের দাবিতে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বারবার সরকারের সঙ্গে আলোচনাতেও কাটেনি জট। সোমবার চাকরি ফেরতের দাবিতে ফের নবান্ন অভিযানের ডাক 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'-এর। তার আগে গতকালই রাজ্য সরকারকে চার দফা প্রস্তাব পেশ করেছেন আন্দোলনকারীরা।



  • Jul 14, 2025 10:24 IST

    Kolkata News Live Updates:মোদীর মন পেতে চেষ্টায় খামতি রাখছেন না ইউনূস

    ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনা আবহে এবার ইউনূস সরকার ভারতে ১০০০ কেজি আম পাঠাচ্ছে। আজ সোমবার ৬০টি কার্টুনে এই বিশাল পরিমাণ আম দিল্লিতে এসে পৌঁছাবে। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যও বিশেষ প্রজাতির 'সুস্বাদু আম' পাঠাচ্ছে ইউনূস সরকার। কূটনৈতিক মহলের প্রশ্ন 'আমের মিষ্টতা' কি তবে ভারত-বাংলাদেশের মধ্যে  তিক্ততা দূর করবে? 

    বিস্তারিত পড়ুন- Yunus Sends Mangoes To PM Modi: মোদীর মন পেতে চেষ্টায় খামতি রাখছেন না ইউনূস, এবার যা করলেন তা জানলে...!



  • Jul 14, 2025 10:23 IST

    Kolkata News Live Updates:ATM কাউন্টারেই জালিয়াতির 'হাইটেক ফাঁদ'!

     সাধারণ মানুষকে বোকা বানিয়ে ATM কার্ড এক্সচেঞ্জের মাধ্যমে লক্ষাধিক টাকার প্রতারণা চক্রের এক পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে তেহট্ট আদালতে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পলাশিপাড়া বার্নিয়া বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাসিবুল সেখ। তার বাড়ি পলাশীপাড়া থানার শ্রীনাথপুরে।

    বিস্তারিত পড়ুন- ATM fraud:সাবধান হোন আজই! ATM কাউন্টারেই জালিয়াতির 'হাইটেক ফাঁদ'! মুহূর্তের ভুলেই অ্যাকাউন্ট ফাঁকা



  • Jul 14, 2025 10:22 IST

    Kolkata News Live Updates: ভারী বৃষ্টির পূর্বাভাস

    এক নিম্নচাপ যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে। তারই জেরে ফের একবার টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল থেকেই দফায়-দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ সোমবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast: ফের বঙ্গোপসাগরে ফণা তুলছে নিম্নচাপ! ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে টানা কতদিন?



bjp Calcutta High Court Bengali News Today news in west bengal