scorecardresearch

Adenovirus: বিসি রায় শিশু হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, ৬ দিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছিল

এই নিয়ে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জ্বর এবং শ্বাসকষ্টের জেরে ১৩টি শিশুর মৃত্যু হল রাজ্যে।

more 2 child are died in adenovirus at kolkata bc roy hospital
করোনার পর এবার আতঙ্কের আর এক নাম অ্যাডিনোভাইরাস।

রাজ্যে থাবা চওড়া হচ্ছে অ্যাডিনোভাইরাসের। আরও এক শিশুমৃত্যুর ঘটনা ঘটল কলকাতার সরকারি হাসপাতালে। নারকেলডাঙায় বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে দিন সাতেক আগে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট তীব্র হয়। রাত ১০টা নাগাদ মৃত্যু হয় শিশুটির।

হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেছে, অ্যাডিনোভাইরাস থেকে নিউমোনিয়ার কারণেই শ্বাসকষ্ট তীব্র হয় শিশুটির। তার জেরেই মৃত্যু হয়েছে। এই নিয়ে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জ্বর এবং শ্বাসকষ্টের জেরে ১৩টি শিশুর মৃত্যু হল রাজ্যে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুর শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।

মঙ্গলবারই আটটি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। বিধানচন্দ্র রায় ছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ এবং বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে মৃত শিশুটির বাড়ি অশোকনগরে। বয়স ছিল মাত্র আড়াই বছর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিল সে। শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল। টানা ৬ দিন চিকিৎসার পরও শ্বাসকষ্ট কমেনি শিশুটির।

আরও পড়ুন Adenovirus Death: আতঙ্ক চরমে, ফের অ্যাডিনোভাইরাস প্রাণ কাড়ল দুই শিশুর

এদিকে, গত শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে ৯ মাসের একটি শিশুকন্যার অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ওই শিশুর পরিবারের তরফে অবশ্য ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি জ্বর থাকায় শিশুটিকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে ১৪ তারিখে ফের শিশুটির জ্বর আসে। দেরি না করে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ফের হাসপাতালে নিয়ে যান।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Adenovirus another toddler dies of disease in bc roy child hospital