Advertisment

Adhir Chowdhury: নজিরবিহীন বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, গাড়ি থেকে নামতেই দিল না 'তৃণমূল'

Lok Sabha Election 2024: নির্বাচনী প্রচারে বেরিয়ে আবারও বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ফের বাধা প্রচারে। তৃণমূলের উপর্যুপরি বিক্ষোভের জেরে প্রচারই করতে পারলেন না অধীর। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তৃণমূলকর্মীদের। অধীর চৌধুরীর গাড়ি আটকে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলকর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury faces protest by tmc in Naoda

Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Adhir Chowdhury: আবারও নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধা মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শনিবার মুর্শিদাবাদের নওদায় তাঁর গাড়ি আটকে প্রবল বিক্ষোভ তৃণমূলের। অধীর চৌধুরীকে 'গো-ব্যাক' স্লোগান। কংগ্রেস-তৃণমূলকর্মীদের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকর্মীদের।

Advertisment

ফের তৃণমূলের বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নওদায় এদিন কংগ্রেসের পদযাত্রা চালাকালীন বিক্ষোভ শুরু করে তৃণমূল। অধীর চৌধুরী গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলকর্মীরা। অধীর চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলকর্মীরা।

এর আগে গত ১৩ এপ্রিলও বহরমপুরে অধীর চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপর গত ১৭ এপ্রিল রামনবমীর (Ram Navami) দিনেও মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুরে কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আহত কর্মীদের দেখতে অধীর চৌধুরী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP। মেজাজ হারিয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধাক্কা দেন অধীর।

আরও পড়ুন- Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?

এরপর আজ ফের বহরমপুরের কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা। গোটা ঘটনা নির্বাচন কমিশনে জানিয়েছেন অধীর। দলের নেতার প্রচারে বাধা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সাংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, "অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে তৃণমূল। বিক্ষোভ ছাড়া তৃণমূলের হাতে অস্ত্র নেই। বহরমপুরের মানুষের মনে অধীর চৌধুরী আছেন। এভাবে অধীর চৌধুরীকে আটকানো যাবে না। হতাশা থেকেই এই সব করছে তৃণমূল। এটা যত করবে অধীর চৌধুরীর জয়ের মার্জিন ততই বাড়বে।"

আরও পড়ুন- Kolkata Weather Today: আজও চরম তাপপ্রবাহে জ্বলবে একাধিক জেলা! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের

tmc CONGRESS adhir choudhury loksabha election 2024
Advertisment