Advertisment

Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?

Digha Special Train: গরমের ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড় এবছর উপচে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই সারা বছর সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় থাকে, তবে ছুটির মরশুমে সেই ভিড় দ্বিগুণ হয়ে যায়। পর্যটকদের বিপুল চাপ সামাল দিতেই দিঘা স্পেশাল তিন জোড়া ট্রেন চালু রেলের। কম ভড়ায় এবার সহজেই পৌঁছোতে পারবেন দিঘায়। কবে কোথা থেকে কখন মিলছে এই পরিষেবা? সেই সব নিয়েই রইল এই বিশেষ প্রতিবেদন।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Digha Summer Special Train service

Digha Summer Special Train: পর্যটকদের স্বার্থে দারুণ উদ্যোগ রেলের।

Digha Summer Special Train: বছরভর দিঘায় (Digha) পর্যটকদের (Tourists) ভিড় লেগেই থাকে। তবে ছুটির মরশুমে সেই ভিড় যেন উপচে পড়ে। তিলধারণের জায়গা থাকে না রাজ্যের অপূর্ব এই সমুদ্রনগরীতে। গরমের ছুটিতে (Summer Vacation) পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহর পর্যটকদের বিপুল ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে। পর্যটকদের সুবিধার্থে তাই এবার দিঘা যেতে সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) চালু করেছে রেল।

Advertisment

সোমবার থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়ে গিয়েছে। অনেক বেসরকারি স্কুলও প্রচণ্ড দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনতে পারে। গরমের ছুটিতে দিঘার পথে পর্যটকদের ভিড় সামাল দিতে তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।

জানা গিয়েছে, এর মধ্যে দু'জোড়া ট্রেন চালানো হবে সাঁতরাগাছি (Santragachi) স্টেশন থেকে। অন্য জোড়া স্পেশাল ট্রেনটি চালানো হবে মালদা টাউন (Malda Town) স্টেশন থেকে। সাঁতরাগাছি-দিঘা ও দিঘা-সাঁতরাগাছি রুটে চলবে সামার স্পেশাল এই ট্রেন। প্রতি রবিবার এই ট্রেন সকাল ৮.১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে।

আরও পড়ুন- Kolkata Weather Today: আজও চরম তাপপ্রবাহে জ্বলবে একাধিক জেলা! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের

ট্রেনটি দিঘা পৌঁছোবে সকাল ১১.৫৫ মিনিটে। অন্যদিকে, শনিবার অন্য আরও একটি দিঘা স্পেশাল ট্রেন সকাল ৯.১০ মিনিটে ছেড়ে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছোবে ১২.৪৫ মিনিটে। দু'জোড়া এই স্পেশাল ট্রেন দিনের দিনেই ফের দিঘা থেকে সাঁতরাগাছিতে ফিরবে।

Premium: দেশের শ্রেষ্ঠ পুষ্টিকর খাদ্যের প্রতিযোগিতা, ‘সেরার সেরা’র তালিকায় বাংলার কোন রেসিপি? 

অন্যদিকে, মালদা টাউন থেকেও দিঘার উদ্দেশে স্পেশাল ট্রেন ছাড়বে। মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেন ২০ এপ্রিল, ২০২৪ থেকে ২৯ এপ্রিল, ২০২৪ পর্যন্ত প্রতি শনিবার দুপুর ১.২৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে যাবে এবং পরের দিন রাত ২টোয় দিঘা পৌঁছোবে। ফেরার পথে দিঘা-মালদা টাউন স্পেশালটি ২১ এপ্রিল, ২০২৪ থেকে ৩০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত প্রতি রবিবার ভোর ৫টায় দিঘা থেকে ছেড়ে যাবে ওই দিনেই সন্ধে ৬টায় মালদায় পৌঁছোবে।

তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গেও পার্বত্য দুই জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, কোচবিহার বাদ দিলে অন্য জেলাগুলিতে গরমের দাপট বাড়ছে। সামনেই স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। সৈকতনগরী দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়বে। পর্যটকদের সেই ভিড়ের চাপ সামাল দিতেই এই দিঘা সামার স্পেশাল ট্রেন (Digha Summer Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

Tourist Digha Special Train Digha
Advertisment