Adhir Chowdhury :'প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে যেভাবে সখ্যতা গড়েছিলেন, উল্টোদিক থেকে তেমন সাড়া দেখছি না', মন্তব্য অধীরের

Adhir Chowdhury :সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কে খানিকটা হলেও ধাক্কা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ নয়াদিল্লি। প্রকাশ্যে এ ব্যাপারে কড়া বিবৃতি না দেওয়া হলেও আমি ভাবে আমেরিকাকে ভারত তার ক্ষোভের কথা বুঝিয়েছে।

Adhir Chowdhury :সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কে খানিকটা হলেও ধাক্কা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ নয়াদিল্লি। প্রকাশ্যে এ ব্যাপারে কড়া বিবৃতি না দেওয়া হলেও আমি ভাবে আমেরিকাকে ভারত তার ক্ষোভের কথা বুঝিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Ranjan Chowdhury,  criticism of TMC  ,criticism of BJP,  trade union strike opposition,  July 21 Martyrs’ Day picnic remarks,  secularism drama accusation,  Left-Congress alliance  ,BJP-TMC tug of war,  controversial video clip  ,political slugfest,অধীর রঞ্জন চৌধুরী,  তৃণমূল সমালোচনা,  বিজেপি সমালোচনা  ,ধর্মঘট বিরোধিতা,  ২১ জুলাই শহিদ দিবস,  পিকনিক দিবস মন্তব্য,  ধর্মনিরপেক্ষ নাটক,  বাম-কংগ্রেস জোট,  তৃণমূল-বিজেপি টানাপোড়েন,  বিতর্কিত ভিডিও ক্লিপ

Adhir Chowdhury : এবার ভারতএবং আমেরিকার মধ্যে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী।

Adhir Chowdhury : জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবার ভারত- আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন, উল্টো দিক থেকে তেমন সাড়া মেলেনি। 

Advertisment

Delhi riots: দিল্লি হিংসায় ৯৩ জন খালাস, পুলিশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ, আদালতে ফাঁস!

 সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেছেন, "ভারত এবং আমেরিকা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মসৃণ করার কাজ উভয় পক্ষ থেকেই হওয়া উচিত। কিন্তু এটাই দুঃখের বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেভাবে সখ্যতা গড়ে তুলেছিলেন, সেই সখ্যতা ডোনাল্ড ট্রাম্পের তরফে আমরা দেখতে পেলাম না। বরং এখন আমেরিকার সঙ্গে আমাদের দেশের একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সমস্যার দ্রুত সমাধান হোক এটাই আমরা চাই। কারণ, আমেরিকা দুনিয়ার সবচেয়ে আর্থিক শক্তিধর দেশ। টারিফ নিয়ে এখন একটা সমস্যা তৈরি হয়েছে। এই সুযোগে বাংলাদেশ, ভিয়েতনাম আমেরিকার বাজার দখল করতে শুরু করেছে।"

Advertisment

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু, বুকফাটা কান্না, আর্তনাদ

সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কে খানিকটা হলেও ধাক্কা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি। প্রকাশ্যে এই ব্যাপারে কড়া বিবৃতি না দেওয়া হলেও আবে-ভাবে আমেরিকাকে ভারত তার ক্ষোভের কথা বুঝিয়ে দিয়েছে।

 সম্প্রতি চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি-জিনপিনের একসঙ্গে সহাস্য ছবি নতুন ইঙ্গিত দিয়েছে।

Adhir Chowdhury