দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু, বুকফাটা কান্না, আর্তনাদ

হুগলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। গঙ্গাসাগরগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে অন্তত ১২ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। মৃত্যু হয়েছে এক যাত্রীর।

হুগলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। গঙ্গাসাগরগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে অন্তত ১২ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। মৃত্যু হয়েছে এক যাত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত্যু, বুকফাটা কান্না, আর্তনাদ

হুগলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। গঙ্গাসাগরগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে অন্তত ১২ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। মৃত্যু হয়েছে এক যাত্রীর। দুর্ঘটনাটি ১৯ নং জাতীয় সড়কে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দেওঘর থেকে চার ধাম যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে বাসটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে যাচ্ছিল। বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। হুগলির গুড়াপ এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।  

TMC সাংসদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, সরকারি জমি দখলদারিতে কড়া নির্দেশ হাইকোর্টের

Advertisment

দুর্ঘটনায় গুরুতর আহত প্রায় ১২ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় একটি কমিউনিটি হলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা, ওষুধপত্র, খাবার ও পানীয় জলের ব্যবস্থা করে স্থানীয় মানুষজন। পাশাপাশি জেলা প্রশাসনের তরফেও আহত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, বাসচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন এবং নিয়ন্ত্রণ হারান। যার কারণে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পুণ্যার্থীর নাম রামদেওয়া মিশ্র। বাড়ি কাটরায়। 

দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। মৃত যাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান চালক ঘুমিয়ে পড়াতেই ঘটে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা।

Delhi riots: দিল্লি হিংসায় ৯৩ জন খালাস, পুলিশের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ, আদালতে ফাঁস!

bus accident Hooghly