Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের

SIR:এর আগেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবার ফের একবার একই ইস্যুতে কী বললেন প্রাক্তন সাংসদ?

SIR:এর আগেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবার ফের একবার একই ইস্যুতে কী বললেন প্রাক্তন সাংসদ?

author-image
Gopal Thakur
New Update
Adhir Ranjan Chowdhury,  SIR,  Voter list,  West Bengal elections  ,Election Commission  ,Fake voters  ,Voting rights,  Electoral reforms  ,Political statement , Election transparency,অধীর রঞ্জন চৌধুরী,  SIR  ,ভোটার তালিকা,  পশ্চিমবঙ্গ নির্বাচন , নির্বাচন কমিশন  ,ভুয়ো ভোটার  ,ভোটের অধিকার  ,নির্বাচন সংশোধন  ,রাজনৈতিক মন্তব্য,  ভোটের স্বচ্ছতা

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

ফের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আবারও তিনি এসআইআর নিয়ে তাঁর দলের অবস্থান স্পষ্ট করেছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের মন্তব্য, "ভেলকিবাজি নয়, তথ্য-প্রমান দিন সবাই মানবে।" এরই পাশাপাশি বাংলার ভোট নিয়ে ফের লাগামছাড়া অনিয়মের অভিযোগ তুলে সোচ্চার অধীর চৌধুরী।

Advertisment

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "বাংলায় ভুয়ো ভোটারের অভাব নেই। ভুয়ো ভোটার সংশোধন হোক, তাতে কেউ আপত্তি করিনি। কংগ্রেসের বক্তব্য, কোনও কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না। ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সেটা হলে প্রতিবাদ করব। পশ্চিমবঙ্গে ভোট লুঠ হয়, ছাপ্পা হয়, চুরি হয় এটা জানতে কোনও অবিষ্কার, অনুসন্ধানের দরকার নেই, এটা সবাই জানে। পশ্চিমবঙ্গবাসী জানে, ভোট মানে ছাপ্পা হবে, লুঠ হবে, বেমাবাজি হবে, ভয় দেখানো হবে। আপনার ভোট অন্য কেউ দিয়ে দিল, এটা পশ্চিমবঙ্গের লোক বিশ্বাস করে।" 

আরও পড়ুন- Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত

Advertisment

তিনি আরও বলেন, "SIR কোথায় করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। স্বাভাবিবকভাবেই যেখানে ভোট হবে সেখানেই আগে করবে। পশ্চিমবঙ্গে হতে পারে, অসমে হবে। এটা কমিশনের ব্যাপার। দেশজুড়ে হলেও আমাদের মাথাব্যথা নেই। তবে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়।"

আরও পড়ুন- কালীপুজো মিটতেই ফের 'সুপার অ্যাকশন' মোডে ED, রাজ্যের ডাকাবুকো মন্ত্রীকে 'জরুরি তলব'!

অধীর চৌধুরীর কথায়, "অবৈধ ভোটারকে বৈধ বা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করার অধিকারও নির্বাচন কমিশনের নেই। এমন সমস্যা হলে প্রতিবাদ হবে। ভেলকিবাজি নয়, উপযুক্ত তথ্য-প্রমাণ দিন, সবাই মানবে। কমিশন বলছে তুমি প্রমাণ কর যে তুমি প্রকৃত ভোটার, এটা কোনওদিন ছিল না। এই এসআইআর-এ এটা নতুন।"

west bengal latest news CONGRESS SIR Adhir Chowdhury