Adhir Chowdhury: গতকালই পশ্চিমবঙ্গে BJP-র রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভাসনে তৃণমূলের প্রতি হুঙ্কার বজায় রাখলেও সংখ্যালঘুদের নিয়ে খানিকটা নরম মনোভাব প্রকাশ পেয়েছে শমীকের কথায়। শমীক ভট্টাচার্যের সেই মন্তব্য নিয়ে জোরদার চর্চাও ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ করে সংখ্যালঘুদের নিয়ে বিজেপির এই অবস্থানে ঘুরিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরীর কথায়, "বিজেপি এখন বুঝেছে যে মুসলমান ভোটেরও কদর আছে। তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। আগেও দেখা গেছে অটলবিহারী বাজপেয়ী ছিলেন নরম হিন্দুত্ববাদী নেতা আর লালকৃষ্ণ আদবানি ছিলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা। এটা ওদের পুরনো স্টাইল।"
উল্লেখ্য, গতকাল বঙ্গ বিজেপির সভাপতি পদের দায়িত্ব নিয়েই মুসলিম সমাজের প্রতি শমীক ভট্টাচার্যের বার্তা নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। শমীক তাঁর বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছেন যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয় বরং মুসলিম সমাজের উন্নয়নের জন্যই কাজ করে গেরুয়া দল।
আরও পড়ুন- Adhir Chowdhury:'ছাত্রীটি হিম্মত না দেখালে মনোজিৎ তৃণমূলের বিপ্লবী হয়েই থাকত', শাসকদলকে ধুয়ে দিলেন অধীর
শমীক ভট্টাচার্য গতকাল বলেছিলেন, "দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। সংখ্যালঘুদের বুঝতে হবে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হল, আপনাদের বাড়ির ছেলেরা যারা পাথর নিয়ে ঘুরছে তাদের আমরা পাথরটা কেড়ে নিয়ে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে নেমেছে তাদের হাতের তলোয়ার কেড়ে হাতে কলম ধরাতে চাই। এটা পশ্চিমবঙ্গে বিজেপিই করে দেখাবে।"
আরও পড়ুন- Dilip Ghosh: BJP-তে কোণঠাসা দিলীপের মুখে কুণালের নাম, রং-বদল সময়ের অপেক্ষা?
এছাড়াও গতকাল শমীক ভট্টাচার্য দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের প্রসঙ্গও টেনেছিলেন। তিনি বলেছিলেন, "আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময়ে একই রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোনও দাঙ্গা নয়, কোনও সংঘর্ষ নয়, কোনও বিভাজন নয়। বহুত্ববাদ থেকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে।"
আরও পড়ুন- Dilip -Samik:শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?
Adhir Chowdhury: 'BJP এখন বুঝছে মুসলমান ভোটের কদর আছে', শমীক-উবাচে 'পুরনো স্টাইল' দেখছেন অধীর
Adhir Chowdhury on Samik Bhattacharya: দলের রাজ্য সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই সংখ্যালঘুদের নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্য এখন দারুণ চর্চায়।
Adhir Chowdhury on Samik Bhattacharya: দলের রাজ্য সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই সংখ্যালঘুদের নিয়ে শমীক ভট্টাচার্যের মন্তব্য এখন দারুণ চর্চায়।
Adhir Chowdhury & Samik Bhattacharya: অধীর চৌধুরী ও শমীক ভট্টাচার্য।
Adhir Chowdhury: গতকালই পশ্চিমবঙ্গে BJP-র রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভাসনে তৃণমূলের প্রতি হুঙ্কার বজায় রাখলেও সংখ্যালঘুদের নিয়ে খানিকটা নরম মনোভাব প্রকাশ পেয়েছে শমীকের কথায়। শমীক ভট্টাচার্যের সেই মন্তব্য নিয়ে জোরদার চর্চাও ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ করে সংখ্যালঘুদের নিয়ে বিজেপির এই অবস্থানে ঘুরিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরীর কথায়, "বিজেপি এখন বুঝেছে যে মুসলমান ভোটেরও কদর আছে। তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। আগেও দেখা গেছে অটলবিহারী বাজপেয়ী ছিলেন নরম হিন্দুত্ববাদী নেতা আর লালকৃষ্ণ আদবানি ছিলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা। এটা ওদের পুরনো স্টাইল।"
উল্লেখ্য, গতকাল বঙ্গ বিজেপির সভাপতি পদের দায়িত্ব নিয়েই মুসলিম সমাজের প্রতি শমীক ভট্টাচার্যের বার্তা নিয়ে জোরদার চর্চা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। শমীক তাঁর বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছেন যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নয় বরং মুসলিম সমাজের উন্নয়নের জন্যই কাজ করে গেরুয়া দল।
আরও পড়ুন- Adhir Chowdhury:'ছাত্রীটি হিম্মত না দেখালে মনোজিৎ তৃণমূলের বিপ্লবী হয়েই থাকত', শাসকদলকে ধুয়ে দিলেন অধীর
শমীক ভট্টাচার্য গতকাল বলেছিলেন, "দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। সংখ্যালঘুদের বুঝতে হবে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হল, আপনাদের বাড়ির ছেলেরা যারা পাথর নিয়ে ঘুরছে তাদের আমরা পাথরটা কেড়ে নিয়ে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে নেমেছে তাদের হাতের তলোয়ার কেড়ে হাতে কলম ধরাতে চাই। এটা পশ্চিমবঙ্গে বিজেপিই করে দেখাবে।"
আরও পড়ুন- Dilip Ghosh: BJP-তে কোণঠাসা দিলীপের মুখে কুণালের নাম, রং-বদল সময়ের অপেক্ষা?
এছাড়াও গতকাল শমীক ভট্টাচার্য দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের প্রসঙ্গও টেনেছিলেন। তিনি বলেছিলেন, "আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময়ে একই রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোনও দাঙ্গা নয়, কোনও সংঘর্ষ নয়, কোনও বিভাজন নয়। বহুত্ববাদ থেকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে।"
আরও পড়ুন- Dilip -Samik:শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?