Adhir Chowdhury:'ছাত্রীটি হিম্মত না দেখালে মনোজিৎ তৃণমূলের বিপ্লবী হয়েই থাকত', শাসকদলকে ধুয়ে দিলেন অধীর

Adhir Ranjan Chowdhury-Manojit Mishra: কসবার ল' কলেজে গণধর্ষণ নিয়ে ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কসবা-কাণ্ড নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা অধীরের।

Adhir Ranjan Chowdhury-Manojit Mishra: কসবার ল' কলেজে গণধর্ষণ নিয়ে ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কসবা-কাণ্ড নিয়ে শাসকদল তৃণমূলকে তুলোধনা অধীরের।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury Kasba college rape criticism TMC  ,Adhir TMC created culture of impunity, Kasba incident,  Congress MP Adhir blasts Trinamool over Kasba gangrape , Adhir says TMC protects criminals culture Kasba,অধীর রঞ্জন চৌধুরী কসবা গণধর্ষণ তৃণমূল,তৃণমূল সংস্কৃতি নিয়ে এল অধীর  ,মনোজিত মিশ্র তৃণমূল নেতা অধীরের কটাক্ষ  ,দাপট তৃণমূলের অধীর মন্তব্য কসবা,Manojit Mishra,মনোজিৎ মিশ্র

Adhir Chowdhury & Manojit Mishra: অধীর চৌধুরী ও মনোজিৎ মিশ্র।

Adhir Ranjan Chowdhury-Kasba Law College Gang rape: এবার কসবার ল' কলেজের গণধর্ষণ কাণ্ড নিয়ে সুর চড়ালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের 'বিপ্লবী সদস্য' বলে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস সাংসদের। 

Advertisment

কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনও তোলপাড় বাংলা। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী এবং সেখানে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতেন। মনোজিতের সঙ্গে তৃণমূলের তাবড় নেতার যোগাযোগ আছে। বিভিন্ন সময়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় এখনও রীতিমতো ভাইরাল।

এবার সেই মনোজিৎ মিশ্রকে নিয়েই চাঁচাছোলা মন্তব্য প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। তিনি এদিন বলেছেন, "মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে। আবার মনোজিৎও তার মন দিতে তার তরফ থেকে লুঠতরাজের অভাব রাখেনি। এমন মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ ব্যতিক্রম নয়, মনোজিৎ সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূলের হয়ে সারা বাংলায় এই কাজ করছে।"

আরও পড়ুন- Adhir Chowdhury: 'BJP এখন বুঝছে মুসলমান ভোটের কদর আছে', শমীক-উবাচে 'পুরনো স্টাইল' দেখছেন অধীর

Advertisment

তিনি আরও বলেন, "ছাত্রীটি যদি তার হিম্মত না দেখাত তাহলে মনোজিৎ মনোজিতের জায়গাতেই থাকত। তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকত। ছাত্রীটি হিম্মত দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে মনোজিৎ এখন জেলে আছে। সে জেলে আছে মানে এই নয় যে তৃণমূলের লোকেরা খুশি, তৃণমূলের নেতারা দুঃখিত। আগামী দিনে হয়তো তাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা হবে।"

আরও পড়ুন- Samik Bhattacharya: '২৬-এর যুদ্ধে BJP-র নয়া 'ট্যাকটিক্স'! শমীক জমানায় বঙ্গে 'লাইন' বদলাচ্ছে পদ্ম শিবির?

আরও পড়ুন- Adhir Chowdhury: 'BJP এখন বুঝছে মুসলমান ভোটের কদর আছে', শমীক-উবাচে 'পুরনো স্টাইল' দেখছেন অধীর

tmc adhir choudhury Kasba Law College gang rape