/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Justice-Abhijit-Ganguly-Adhir-Chowdhury.jpg)
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অধীর চৌধুরী।
তাঁর একের পর এক নির্দেশ বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলেছে। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তৃণমূলের একাধিক বিধায়ক, নেতা। ইতিমধ্যেই শাসক তৃণমূলের তরফে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পক্ষপাতদুষ্ট বলে দেগে দেওয়া হয়েছে। বিরোধীদের হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ই রাজনীতি করছেন বলে অভিযোগ ঘাস-ফুল শিবিরের। এসবের মধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে শনিবার মুর্শিদাবাদে বড় ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুখ্যমন্ত্রী পদের মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়
শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে রয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির জেলা সফরের দিনই বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন অধীর চৌধুরী। বললেন, 'আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এটা এক নতুন দিগন্ত তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।'
কায় মন বাক্যে অধীরের প্রার্থনা
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এসে নির্বাচনে প্রতিন্দন্দ্বিতা করলে তাঁকে মুখ্যমন্ত্রী করতে তৎপর হবেন প্রদেশ সভাপতি। অধীর বলেছেন, 'আমি কায় মন বাক্যে এই মানুষটাকে ভোট দিতে আগে লাইনে দাঁড়াব।'
আগামী বছরই অবসর গ্রহণের কথা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এ দিনের ইচ্ছা প্রকাশের মাধ্যমে কী তাহলে অভিজিৎবাবুকে হাত শিবিরে যোগ দিতে আগাম আহ্বান জানিয়ে রাখলেন কংগ্রেসের এই শীর্ষ নেতা?
রাজনৈতিক তরজা
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অধী চৌধুরীর মন্তব্যের পরেই শুরু হয় তরজা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'একজন বিচারপতি পদে থাকাকালীন সরাসরি তাঁকে রাজনীতিতে নামার কথা বলছেন অধীর চৌধুরী। এটা আমি মনে করি ওঁর রাজনৈতিক দেউলিয়াপনা। নিজের ও দলের রাজনীতির প্রতি ওঁর আর ভরসা নেই বোধহয়। তাই এখন ভোটের লড়াইয়ে সিটিং বিচারপতিকে হাতিয়ার করতে হচ্ছে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'বর্তমান মুখ্যমন্ত্রীর চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যেকোনও সময় ভালো। যে কেউ ভালো।'
বিজেপির রাহুল সিনহার কথায়, 'অধীরবাবু কংগ্রেসের জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। তাই বিচার ব্যবস্থার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছেন।'
আরও পড়ুন-মনকে বুঝিয়েই ফেলেছেন? হাত ছাড়ছেনই কৌস্তভ? অধীরের মহুয়া-ভক্তিতে তিতিবিরক্ত যুবনেতা
আরও পড়ুন-কলকাতা ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেলেন কোথায়?
আরও পড়ুন-মহুয়ার পাশে বুক চিতিয়ে দাঁড়ালেন অধীর! কটাক্ষে ধুয়ে দিল বিজেপি